শনিবার (১৬ ডিসেম্বর) সকালে ফতুল্লাস্থ কমর আলী হাই
স্কুল ও কমর আলী কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা পূর্বে শহীদ মিনার সকল বীর মুক্তিযোদ্বা শহীদের স্মরণে পুষ্প অর্পণ করা হয়।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন, কমর আলী হাই স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল ইসলাম।
এতে প্রধান অগিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও কমর আলী কলেজ’র সভাপতি প্রফেসর ড.শিরিন বেগম।
প্রধান অতিথির বক্তব্যে ড.শিরিন বেগম বলেন, এ দিনে পাকিস্তানি সেনাবাহিনী হাতিয়ার জমা দিয়ে আত্মসমর্পণ করেন। এই দিনটি ছিল ঐতিহাসিক দিন ১৬ই ডিসেম্বর। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ২৫ শে মার্চ আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। ঢাকা গিয়ে দেখি আগুনের এমন কালো ধূয়া দেখাযাচ্ছে। আমার মা বললো রাত হয়েগেছে কাল যেও। ২৫ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষনা দিয়ে গেছেন। এছাড়া সাতই মার্চ রেসকোর্স ময়দানে তিনি বলে গিয়েছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই ঘোষণা কে আমাদের বিভ্রান্ত করছে বিএনপি। বিএনপি বলছে স্বাধীনতা ঘোষণা জিয়াউর রহমান দিয়েছে। আজকে এখানকার প্রিন্সিপাল যদি নোটিশ লিখেদেয় সেটা যদি ক্লাসে পড়া হয় তাহলে কি তার হল না যে লিখে দিয়েছেন তার হল। কালুর ঘাট থেকে বঙ্গবন্ধুর পক্ষে প্রথম ঘোষণা দেন হান্নান।
তিনি আরোও বলেন, বিএনপি অন্যায়কে কখনও সাথা নত করে না। ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবার হত্যা করে আমাদেরকে ক্রাইসিসে ফেলে দিয়েছে। আবার তাদেরকে মন্ত্রী সভায় স্থান দেওয়া হয়। তখন আর্দেশ জাড়ি করে বঙ্গবন্ধুর হত্যার বিচার যেন না করা হয়। ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। বঙ্গকন্যা বেঁচে যাওয়াতে আজ হত্যার বিচার পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেছে বলে আমরা টিকে আছি। নারীবান্ধব সরকার বারবার দরকার। আজকে বঙ্গকন্যার নেতৃত্বে ৪ আসনের এমপি শামীম ওসমান’র হাত ধরে নারায়ণগঞ্জ উন্নয়নের ছোঁয়া লেগেছে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে আমরা শামীম ওসমানের জন্য সকলে মিলে মিশে কাজ করব।
কমর আলী হাই স্কুল’র ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. শাহ্ জালাল’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমর আলী হাই স্কুল অভিভাবক সদস্য হাজী মো. শাহ্ আলম, কমর আলী কলেজ অধ্যক্ষ মাহতাব উদ্দিন।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন কমর আলী হাই স্কুল ও কমর আলী কলেজ’র শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দগণ।