আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব সেলিম ওসমানের প্রধান নির্বাচনী প্রচারণা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ১৫নং ওয়ার্ডের এসএম মালেহ রোডস্থ শাহজালাল ইসলামিক ব্যাংক সংলগ্ন মাঠে দোয়া’র মধ্য দিয়ে নির্বাচনী কেন্দ্রের উদ্বোধন করা হয়।
এসময় সেলিম ওসমান বলেন, একটা সময় ছিলো যখন দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করতে হয়েছে কিন্তু এখন আর সেটা নেই, এখন দেশের উন্নয়ন করতে হবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই দেশের উন্নয়নের সমান অংশিদার। গত সাড়ে নয় বছর আমি যে সকল কাজ করেছি তাতে আমার সাথে সকলেই ছিলো এমনকি বিএনপির অনেকেও আমার সাথে কাজ করেছে। সাধারণ মানুষ শান্তি চায়, দেশের উন্নয়ন চায়। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। বিদেশীরা টিটকারী করে যে আমাদের নাকি শতভাগ ভোট কাস্ট হয় না কিন্তু আমি মনে করি আমরা বাঙ্গালীরা যদি ৯ মাসে একটি দেশ স্বাধীন করতে পারি তাহলে শতভাগ ভোটও কাস্ট করতে পারবো।
তিনি আরও বলেন, আমি মানুষের জন্য কাজ করি। আমাকে কেউ কোন দলের লোক মনে করবেন না, আমি সবার লোক। আমি মানুষকে ভালোবাসতে পেরেছি কিনা সেই পরিক্ষা আগামী ৭ তারিখ হবে।
বক্তব্য শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খবির উদ্দিন, দপ্পর সম্পাদক এম.এ রাসেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, যুগ্ন সম্পাদক জি.এম আরমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু, নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, বিকেএমইএ এর সহ-সভাপতি সোহেল মোরশেদ সারোয়ার, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজীম উদ্দিন প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানি সহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।