আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাশিপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।
উঠান বৈঠকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শামীম ওসমান নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, যে সমস্ত রাস্তার কাজ রয়েছে ৫ কোটি হলে সম্পন্ন হবে। আমি তোমাদের কাজ তিন মাসের মধ্য শেষ করে দিব। নির্বাচন কমিশনার বাধ্যকতা রয়েছে নির্বাচন উপলক্ষে আমরা কোন উন্নয়ন কাজ করতে পারব না। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় এনেছি। আল্লাহর হুকুমে এখানে বিশ্ব রোডের পাশে হাজার হাজার লোক হাটার রাস্তায় হাটতে বের হবেন। নিউ জেনারেশনের ভবিষ্যৎতে জন্য আগামী ৪ বছরে পরে গার্মেন্টস হবে না! কি হববে আইটি সেকশন হবে। আইটি সেক্টরে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে। আমাদের ছেলেরা সবাই মেধাবী। একজন ডাঃ বিদেশে পায় ৭৫ ডলার আর একজন প্লামভার পায় ৮৫ ডলার। কেনো হাতের কাজের লোকের সেখানে খুব অভাব। তাই জননেত্রী টেকনিক্যাল কাজে বিদেশে পাঠাবে। ঢাকা -নারায়ণগঞ্জে ১২০ ফিট চোওরাও হবে।
তিনি আরোও বলেন, আরেকটি দুখের বিষয় আজকে ৪ জন লোককে ট্রনে আগুন দিয়ে পুরে মেরেছে। একটি স্কুলের বাচ্চার ব্যাগ পরে আছে। একজন মা বাচ্চাকে জড়িয়ে ধরে রেখেছে। আগুনে পুরে মেরে ফেলল এটিার নাম কি রাজনৈতীক। ভিডিও করে বিদেশে পাঠায়। বিপদে পরলে তারা পরবে তারেক রহমান না। সাজা হলে ১০/২০ বছর সাজা হবে। নির্বাচনের ৭ তারিখের পর ১৫ তারিখে আর কোন ছার দেওয়া হবেনা।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন শিকদার, থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমীর উল্লাহ রতন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, থানা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু ও ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।