আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান এর নির্বাচনী উঠান বৈঠক’কে সফল করতে থানা আওয়ামীলীগের সসভাপতি ও কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ বাদল’র নির্দেশে হাজারো নেতাকর্মী নিয়ে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদু’র পক্ষ থেকে শামীম ওসমানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
বৃহস্পতিবার( ২১ ডিসেম্বর) বিকালে উত্তর কাশিপুর আলীপাড়া মাঠে ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় শামীম ওসমান এর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে জনপ্রিয় সংসদসদস্য শামীম ওসমানকে নৌকা প্রতিকের ফুল দিয়ে বরণ করে নেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদু সহ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
উত্তর কাশিপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.বশির আলম ফাতু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমীর উল্লাহ রতন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান,অর্থ সম্পাদক মোহাম্মদ সুরুজ মিয়া মাদবর, থানা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু ও ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, কাশিপুর ইউনিয়ন যুবলীগের নেতা মুন্না আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।