গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অন্তর্গত বাংলাদেশ শিল্প ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জে চাষাড়া বিআইবিটি কলেজ জেলা বিসিক কার্যালয় আয়োজনে প্রশিক্ষণ কোর্স ( ৩য় ব্যাচ) শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে জেলা বিসিক কার্যালয় সহকারী মহাব্যবস্থাপক মো: মাহামাদুল হাসান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিসিক আঞ্চলিক কার্যালয় উপ-সচিব ড. মো: আলমগীর হোসেন।
এতে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অন লাইনে জুমে উপস্থিত ছিলেন ঢাকা বিসিক আঞ্চলিক কার্যালয় পরিচালক উপ-সচিব ড. মো: আলমগীর হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিটি কলেজ অধ্যক্ষ মো: কামাল হোসেন।
মান্যবর শিল্পায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবদান সম্পর্কে বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণার্থীদেরকে শিল্প ও শিল্পায়নের বিভিন্ন দিক সমন্ধে অবগত করেন।
এছাড়া অনুষ্ঠানে বিসিক, নারায়ণগঞ্জের প্রমোশন ও সম্প্রসারণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সম্প্রসারণ কর্মকর্তা নিতাই চন্দ্র গাইন।