মহান বিজয় দিবস উপলক্ষে পূর্ব ইসদাইর যুব সংঘ এর আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর ) বাদ মাগরিব ফতুল্লা পূর্ব ইসদাইর বুড়ীর দোকান সংলগ্নে এ ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইব্রাহিম নিট গার্মেন্টসের চেয়ারম্যান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. ইউসুফ এর সভাপগিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য একে এম শামীম ওসমান’র সহধর্মিনী নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জে যুব ও ছাত্র সমাজের অহংকার জননেতা শামীম ওসমান এর স্নেহের পুত্র অয়ন ওসমান।
যারা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়ে বিজয় দিয়ে গেছেন সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিপি ওসমান বলেন,
যতদিন বাংলাদেশ আছে ততদিন আমরা বিজয়ের ধ্বনি সকলের মাঝে বলে যাব।বঙ্গবন্ধুর ডাকে নিরস্র বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। বঙ্গবন্ধু তার কন্যা মাননীয় শেখ হাসিনা আজ যুদ্ধ অপরাধীদের বিচার করেছে এবং কিছু বিচার এখনও প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচন উপলক্ষ প্রচারণায় আজকে প্রথম দিন। শামীম ওসমান সাহেব কি কি উন্নয়ন করেছেন। আমি একজন মা হিসেবে বলছি মাদক এমন এক অভিশাপ যে অভিশাপে একটি সংসার ধ্বংশ করে দেয়। একটা মাদকাসক্ত – হত্যা করার শামিল। কারন মাদক বিক্রিকরে একজনকে নয় বেশ কয় একজনকে হত্যা করে কত মায়ের চোখের পানি জড়িয়েছেন। আমরা যেন মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি।
তিনি আরোও বলেন, আমি কখনও অয়ন ওসমানের বক্তব্য সামনাসামনি সুনি নাই। আজ সুনে বুজলাম ওভালো বক্তব্য দিতে পাড়ে। অয়ন আমার একার ছেলে নয়। আপনাদের সবার ছেলে। আজকে নারায়ণগঞ্জে উন্নয়ন হয়েছে শামীম ওসমানের জন্য। কেন্দ্রে যাবেন আপনারা ভোট দিবেন। আপনার ভোট অনেক মূল্যবান সম্পদ। যোগ্যপ্রার্থীকে ভোট দিবেন। যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে তাদের কে কেনো ভোট দিবেন। ১৪ সালের মানুষ পুড়িয়ে মেরেছে যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপর চেষ্টা চালাচ্ছে। তাদের হুতামায় নিক্ষেপ করা হবে। হুতমা অর্থ হচ্ছে আগুন। আমরা যদি ধর্মকে বিশ্বার করি তাহলে আমরা ভোট দিব। আমাদের লিফলেটের বিতরণের মাধ্যমে ভোট চাওয়ার কথা ছিল। আপনাদের সংসদসদস্যের জন্য। ভোটাররা একটা যোদ্ধার মত, আপনারা ভোট দিবেন। আপনারা দোয়া করবেন নৌকা মার্কায় শামীম ওসমানের জন্য।
সভাপতির বক্তব্যে ইউসুফ বলেন,প্রতিবছরের ন্যায়
পূর্ব ইসদাইর যুব সংঘ উদ্যোগে আমরা বিজয় দিবস পালন করে থাকি। এই অনুষ্ঠানটি প্রায় ৩০ বছর আগে থেকেই করা হত। আমাদের বন্ধু মাহতাব উদ্দিন লাল আজকে নাই। লাল থাকা অবস্থায় এমপি মহোদয়ের পরিবার থেকে কেউ না কেউ আসতো। এমপি মহোদয় শামীম ওসমান বলেছিলেন এ এলাকায় যদি মাদক থাকে তা হলে আমি আসব না। আমাদের এ ওয়ার্ডের সবচাইতে বড় ওয়ার্ড ৫০ হাজার লোকের বসবাস। আমি চেষ্ঠা করি যুব সমাজের যুব সংঘকে আগলিয়ে রাখতে। আজকে স্বপন মামা নাই তার কথা স্মরণ করছি। আজকে রাস্তা ঘাট এর জন্য প্রয়া সময় বিরক্ত করছি। বর্তমানে শামীম ওসমানের উন্নয়নে আর কোন কাজ বাকি নাই এ ওয়ার্ডে।
আমাদের সমাজে ৫ টা মসজিদের জন্য একটা ঈদগাহের দাবি করছি। এটা ছাড়া আমাদের আর কোন দাবী চাওয়া নাই।
অনুষ্ঠানে আরো উপস্থিত,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সাহ নিজাম,সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ইব্রাহিম নিট গার্মেন্টসের কর্ণধার ও বিশিষ্ট সমাজ সেবক কানিজ ফাতেমা রীমা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল আওয়াল,সংরক্ষিত মহিলা সদস্য ফেদৌস আরা অনা, পূর্ব ইসদাইর যুব সংঘের সভাপতি মনিরুজ্জামান, সিনিয়র সহ সভাপতি সাইফুল খান জিবু,,সাধারণ সম্পাদক ফারুক হোসেন শিমুল সহ অন্যান্য সদস্য বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সালমা ওসমান লিপি ও পুত্র অয়ন ওসমানকে নৌকার ফুল দিয়ে বরণ করেন ইব্রাহিম নিট গার্মেন্টসের চেয়ারম্যান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. ইউসুফ ও সহধর্মিনী কানিজ ফাতেমা রীমা সহ পূর্ব ইসদাইর যুব সংঘের নেতৃবৃন্দরা।