ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর নির্দেশে ফতুল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে নৌকার পক্ষে মাঠে নামলো যুবলীগের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ ৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে ওয়ার্ডজুড়ে মিছিল করলো নেতাকর্মীরা।
ফতুল্লা থানা যুবলীগের অন্যতম নেতা পাপন সরকারের নেতৃত্বে ২২ ডিসেম্বর শুক্রবার দুপুর সাড়ে তিনটায় ফতুল্লার শাহজাহান রোলিং এলাকা থেকে মিছিল বের করে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা।
পরে মিছিলটি ১ নং ওয়ার্ডের খাঁ বাড়ি, পুরাতন ক্যালিক্স স্কুল, নুর মসজিদ এলাকা, পাচঁতালা, ব্যাংক কলোনি, জোড়পুল, রেলষ্টেশন ছাড়াও আল আকসা ও ইয়াদ আলী মসজিদ এলাকা প্রদক্ষিন করে। নেতাকর্মীরা নৌকার পক্ষে সাড়া দিলে ১ নং ওয়ার্ড এলাকা স্লোগানের নগরীতে পরিনত হয়।
মিছিল শেষে যুবলীগ নেতৃবৃন্দ সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১ নং ওয়ার্ডবাসীকে পুনরায় নৌকার পক্ষে রায় দেয়ার আহবান জানান। অন্যদিকে মিছিলে নেতৃত্বদানকারী জনপ্রিয় যুবলীগ নেতা পাপন সরকার বিপুল ভোটে শামীম ওসমানকে বিজয়ী করে থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর নেতৃত্বে ১ নং ওয়ার্ডসহ পুরো ফতুল্লাকে কিশোর গ্যাং, সন্ত্রাস, মাদক মুক্ত করার ঘোষনা দেন।
মিছিলে আরো নেতৃত্ব দেন যুবলীগ নেতা ইসলাম শেখ, রমজানুল ইসলাম রাজু, শুক্কুর আলী, মামুন শেখ, কাউসার শেখ, সুজন বেপারি, এজাজুল ইসলাম, আজিজুল, সুমন ও ইমনসহ স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ।