বন্দর উপজেলা সাংবাদিক কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইমরান মৃধার পিতার ৪র্থ মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২ ডিসেম্বর সাংবাদিকের পিতা মরহুম হাবিবুর রহমান মৃধার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, বাদ জুম্মা মসজিদ ও মরহুমের বাড়িতে মিলাদ মাহফিল এবং দোয়া শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বাদ জুম্মা মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আল-আমীন। মরহুমের বাড়িতে একই সময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ আল আমিন।
মরহুম হাবিবুর রহমান মৃধার আত্নার মাগফেরাতসহ জান্নাতুল ফেরদৌস দান করার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবারের পক্ষ থেকে।
মরহুম হাবিবুর রহমান মৃধা বন্দরের বাগবাড়ি এলাকার ও সাংবাদিক বন্দর উপজেলা সাংবাদিক কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মৃধার পিতা। চার বছর পূর্বে ২৩ ডিসেম্বর রাত সোয়া ৮ টায় না ফেরার দেশে পাড়ি জমায়।
শুক্রবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার প্রার্থনা করেছেন।
এ সময় আব্দুল আউয়াল মৃধা, রমজান আলী, শফিউদ্দিন মৃধা, শওকত মৃধা, সিফাত কবির, সাইদুল ইসলাম, মো: রুবেল হোসেন, সাকিব মৃধা, মো: শাওন, নাঈম প্রমুখ।