মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি গতানুগতিক নির্বাচন বিবেচনা না করে এবারের নির্বাচনকে বাংলাদেশ ও বাঙ্গালী জাতির অস্তিত্ব রক্ষার নির্বাচন হিসাবে গুরুত্ব দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেছেন, বাংলাদেশের মানচিত্রের উপর শকুনের নজর পড়েছে। তাদেী দৃষ্টি সেন্টমার্টিন দ্বীপ সহ আমাদের জল সীমার উপরে। বাঙ্গালী বীরের জাতি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপুল ভোট জয়যুক্ত করে আবারো আমাদের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে ওই সকল শকুনদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।
শনিবার ২৪ ডিসেম্বর বেলা ১১টায় আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধীত সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে খোকন সাহা বলেন, বাবু এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে। গত ১৫ বছর বাবু আড়াইহাজারের মানুষের সেবা করেছে। আমি আশা করছি আগামী নির্বাচনে আড়াইহাজারের মানুষ নজরুল ইসলাম বাবুকে বিপুল ভোটে জয়ী করবেন। আপনারা যুবলীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপরস্থিতি নিশ্চিত করবেন। প্রয়োজনে প্রতি ২০০ জন নারী ও পুরুষ ভোটারের জন্য ২ জন করে কর্মী মাঠে থেকে কাজ করবেন। প্রতিটি কেন্দ্র ৬০ থেকে ৮০ শতাংশ ভোটারের ভোট প্রদান নিশ্চিত করতে হবে। এটিকে আপনারা চ্যালেঞ্জ হিসাবে নিয়েই মাঠে কাজ করবেন। আশা করি যুবলীগের নেতাকর্মীরা যে কোন প্রতিকূল পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা রয়েছে।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ভাবে, নির্বাচনে কারো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, সকল কে ধৈর্য ধারন করে নির্বাচনী কাজ করার আহবান জানান।
তিনি আরো বলেন আমাদের নেত্রী সাড়া দেশে উন্নয়ন করেছেন,নেত্রীর উন্নয়নের ছোঁয়া আমাদের এলাকায় দৃশ্যমান।
উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল এর সভাপতিত্ব ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন, ও ভিপি ও সাবেজ ছাত্রলীগ নেতা নাঈম আহমেদ মোল্লা।
আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের আহবায়ক চৌধুরী এইচ এম শাহেদ, আড়াইহাজার উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গন।