বন্দরে বেপরোয়া কভার্ডভ্যানের ধাক্কায় নূর উদ্দিন (৭০) নামে এক চা দোকানী নিহত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের দাঁশেরগাও এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। র্দূঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।
নিহত চা দোকানী নূর উদ্দিন বন্দর উপজেলার শাঁসনেরবাগ এলাকার মৃত আবুল হাশেম মিয়ার ছেলে।
এলাকাবাসী মাধ্যমে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মেট্রো উ ১১-৩৬৬৬ নাম্বারের ঘাতক কভার্ডভ্যানটি আটক করে।
সংশ্লিষ্ট পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার সকালে প্রান গ্রুপের উল্লেখিত কভার্ড ভ্যান বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় দাঁশেরগাও এলাকায় চা দোকানী নূর উদ্দিনকে আচমকা ভাবে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই সময কভারভ্যান চালক প্রানরক্ষাতে কভার্ডভ্যান ফেলে রেখে কৌশলে যায়।