আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে প্রচারণায় ব্যস্তসময় পার করছেন নারায়ণগঞ্জ ৩ আসনের জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী লিয়াকত হোসেন খোকা পক্ষে প্রচারণায় ভোটারদের ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণে মাধ্যমে লিয়াকত হোসেন খোকা সহধর্মিনী ডালিয়া লিয়াকত নাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তারই ধারা বাহিকতায় এমপি খোকার জয়ের ধারা অব্যাহত রাখতে গতকাল (২৩ ডিসেম্বর) সকাল থেকে সোনারগাঁ পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড হইতে ৫, ৩,২ ও ১ নম্বর ওয়ার্ড রাইসদিয়া এলাকায়সহ এলাকায় প্রতিটি ঘরে গিয়ে লাঙলের ভোট চান এমপি খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত। এসময় তিনি সোনারগাঁ পৌরসভার রাস্তাঘাট,হাটে বাজারে দোকানে গিয়ে প্রতিটি মানুষকে লাঙলে ভোট দেয়ার আহবান জানান তিনি।
সোনারগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে লাঙলের প্রচারানা গিয়ে ডালিয়া লিয়াকত বলেন,সোনারগাঁয়ের জনগন উন্নয়নের স্বার্থে আবারো এমপি হিসেবে খোকাকে চান। গত ১০ বছরে তিনি যে পরিমান উন্নয়ন করেছে এজন্য মানুষ তাকে মনে প্রাণে চান। যাকে দিয়ে সোনারগাঁয়ের উন্নয়ন হবে ভোটাররা তাকেই বেচে নিবে।এই দিক লিয়াকত হোসেন খোকা উন্নয়ন দিয়ে মানুষের মনের কোঠায় রয়েছেন। আমরা প্রচারানায় এসে আমরা মানুষের কাছে ভালো সাড়া পাচ্ছি। কেননা ভোটাররা উন্নয়ন চান। জনগন এখন সচেতন,কাকে ভোট দিলে এলাকার কাজ হবে তারা জানে। আমরা বিশ্বাস করি ফেয়ার নির্বাচন হবে। সেই সাথে এই নির্বাচনে আমরাই জয়ী হবো।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি কাজী লিটু,জাতীয় পার্টির সোনারগাঁ পৌর সভাপতি এম এ জামান,সাধরণ সম্পাদক শফিকুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি গরিবে নেওয়াজ,৭ নম্বর ওয়ার্ড সভাপতি মহি উদ্দিন, সাধারণ সসম্পদক হাসান, ৫ নম্বর ওয়ার্ড জাপা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ডের জাতীয়পার্টির মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বাপ্পি, ১ নং ওয়ার্ডে সভাপতি আক্তার হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক জসিম, ৩ নং ওয়ার্ডের সহ-সভাপতি নবী হোসেন নবি,মিলন, কাউসার, সোনারগাঁ উপজেলা মহিলা জাতীয়পার্টির পলি আক্তার, পান্না সহ জাতীয়পার্টির নমনহযোগী নেতৃবৃন্দরা।