নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, আগুন সন্ত্রাসীরা রেললাইন কেটে ফেলে, আপনাদেরকে ট্যাক্স দিতে মানা করে, হরতাল অবরোধ দিয়ে বসে থাকে। হরতাল অবরোধের কারনে নিত্য পন্যেও দাম বাড়ছে। পেঁয়াজের দাম একরাতে ১৮০ টাকা থেকে ৩৫০ টাকা হয়ে গেছে। এই যে বাড়তি লাভটা করেছে সেই টাকা টোকাইদের হাতে দিয়ে বাসে আগুন দেয় তারা।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের দল কি করবে সেটা দেখার বিষয়না। নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসন এলাকায় কোন প্রকার অশান্তি করবেন না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মাঝে কোন ভেদাভেদ নাই। আওয়ামী লীগের কেউ ঘরে বসে থাকবেন না।
সোমবার ২৫ ডিসেম্বর বিকেল ৪টায় গোগনগর পুরান সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সাথে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন গোগনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার সৈকত হোসেন।
মেয়র আইভীর নাম উল্লেখ করে সেলিম ওসমান বলেন, গতকাল আমার প্রাণপ্রিয় ছোট বোন মেয়র আইভীর সাথে প্রায় দেড়ঘন্টা ফোনে কথা হয়েছে। সেও আমার সাথে সিদ্ধান্তে একমত হয়েছে। আগামীতে দুজন মিলে সিটি কর্পোরেশন এলাকায় ব্যাপক উন্নয়ন করে মেট্রোপলেটিনে রূপান্তরিত করবো। রাস্তার পাড়ে দোকানপাট গুলোর উন্নয়ন করা হবে এবং সেই দোকান গুলো নারায়ণগঞ্জের স্থানীয় মানুষদের বরাদ্দ দেওয়া হবে। কোন বহিরাগতকে সেখানে দোকান দেওয়া হবে না।
তিনি আরো বলেন, অনেকে বলে আমি ৮০ শতাংশ কাজ করে ফেলেছি। কিন্তু আমি বলবো আমি মাত্র ২০ শতাংশ কাজ করতে পেরেছি। আগামীতে আবারো নির্বাচিত হলে ৬ তলা ফাউন্ডেশনের প্রতিটি স্কুল আর চার তলা থাকবেনা। প্রত্যেকটি ভবনকে ৬তলায় রূপান্তরিত করা হবে। বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের আদলে স্কুল এন্ড কলেজ হিসেবে গড়ে তোলা হবে। এখানে কোন পুরাতন ভবন থাকবে না। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এমএ রাসেল, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব কামাল হোসেন, গোগনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার বাপ্পী প্রধান, প্যানেন চেয়ারম্যান ১ ও৮ নং ওয়ার্ড মেম্বার রুবেল আহম্মেদ, সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।