নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের নির্বাচনী উঠান বৈঠকে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন গোগনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যা ও যুবলীগ নেতা নূর হোসেন সওদাগর। এসময় মিছিলে থাকা কয়েকশত নারী পুরুষ সেলিম ওসমান ও লাঙ্গলের স্লোগানে মুখরিত করে তুলে।
সোমবার ২৫ ডিসেম্বর বিকেল ৪টায় গোগনগর ইউনিয়নের পুরান সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গোগনগর ইউনিয়নের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতুর সামনে নূর হোসেন সওদাগরের ব্যক্তিগত কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বঙ্গবন্ধু স্কুলের সমাবেশ স্থলে এসে যোগদান করেন। পরে অনুষ্ঠানের সঞ্চালক মাইকে নূর হোসেনের সওদাগরের নাম ঘোষণা করে মঞ্চে তুলে নেন।