প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বাফুফে একাডেমী কাপ ফুটবল চ্যাম্পিয়ণশিপ ২০২৩-২৪ এর পঞ্চম দিনে এ গ্রুপের ১ম খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ ডিসেম্বর ওসমানী পৌর স্টেডিয়ামে এ খেলা অনুষঠিত হয়।
এ গ্রুপের ১ম খেলায় অন্তিম মুহূর্তে পাওয়া ফ্রিকিক থেকে ইয়ামিনের গোলে ফাইনালে উঠেছে সিরাজদৌল্লা ক্লাব ফুটবল একাডেমী।
খেলার ৮৮ মিনিটে বিজয়ী দলের হয়ে ইয়ামিন গোল করলে আনন্দে ফেটে পড়ে সিরাজদৌল্লার সমর্থকেরা। দিনের অন্য খেলায় টিম জিকেএসপি সোহাগ রোহানের হ্যাটটিকে ৬-০ গোলে রেইনবো এ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করেছে। রবিউল হাসান ২টি এবং ইউসুফ গাজী করেন ১টি করে গোল।
আগামীকাল খেলা-গাবতলী ফুটবল কোচিং সেন্টার ও ব্রাদার্স ইউনিয়ণ ফুটবল একাডেমী (বিকাল-২.৩০মি.)।