আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী উঠান বৈঠক’কে গোগনগর ইউনিয় পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ রুবেল আহম্মেদ এর নেতৃত্বে ৮নং ওয়ার্ডবাসীকে সঙ্গে নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় গোগনগর ইউনিয়নের সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী।
এসময় গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ড মেম্বার রুবেল আহমেদ কয়েক হাজার কর্মীর এক বিশাল মিছিল নিয়ে যোগদান করেন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় ভরে যায়।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, সারা বাংলাদেশের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন নিরলস কাজ করে চলেছেন ঠিক তেমনি নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে সাংসদ সেলিম ওসমানও দিনরাত পরিশ্রম করেছেন। নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে সেলিম ওসমানের বিকল্প নেই। তাই আগামী ৭ জানুয়ারী লাঙ্গল মার্কায় ভোট দিয়ে সেলিম ওসমানকে জয়যুক্ত করবেন।
মিছিলে উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন যুবলীগের রুস্তম, সম্রাট, আনছার আলী, হাবিব সহ ৮নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসী।