বিশাল শোডাউন দিয়ে মিছিল নিয়ে এমপি সেলিম ওসামনের জনসভায় যোগ দিয়েছেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মরহুম আবুল জাহের এর বড় ছেলে জুনায়েদ সরকার রোহান। এখন পর্যন্ত রাজনীতিতে প্রকাশ্যে না আসা এবং দলে কোন প্রকার পদ পদবী না থাকা রোহানের নেতৃত্বে এতো বিশাল একটি মিছিল সকলের নজর কেড়েছে।
মঙ্গলবার ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় বন্দর স্বল্পেরচর এলাকায় সমরক্ষেত্র মাঠে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ওই জনসভার আয়োজন করা হয়।
বন্দর শাহী মসজিদ এলাকা থেকে মিছিলটি নিয়ে বন্দর রেললাইন হয়ে সমরক্ষেত্র মাঠ এলাকায় এসে সমাবেশে যোগদান করে।
মিছিলে অংশ নেওয়া সহ একাধী নেতাকর্মী বিভিন্ন ব্যানার ফ্যাস্টুন ও ভুভুজেলা বাঁশি বাজিয়ে স্লোগানে স্লোগানে মিছিলটিকে রাজপথ মুখরিত করে তুলে। আশে পাশে সকলেই রোহানের মিছিলটি মুগ্ধ হয়ে দেখতে থাকে। সমরক্ষেত্রে মিছিলটি পৌছা মাত্রই মঞ্চ থেকে মরহুল আবুল জাহেরকে স্মরণ করে রোহানের নাম ঘোষণা করা হয়।