মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা এবারের নির্বাচনকে ব্যতিক্রম উল্লেখ করে প্রতিটি ঘরের নারী পুরুষকে ভোট কেন্দ্রে গিয়ে নাগরিক দায়িত্ব ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহবান জানিয়েছেন।
তিনি বলেছেন, বিএনপির আগুন সন্ত্রাসীরা বুঝাতে চাচ্ছে, বলে বেড়াচ্ছে যে বিএনপি ব্যতিত এদেশে ভোটাররা ভোট দিতে আসবেনা। আমরা প্রমান করে দিতে চাই যে বিএনপি না এলেও এদেশের মানুষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে।
মঙ্গলবার ২৬ডিসেম্বর বিকেল ৩টায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম ওসমানের পক্ষে সিদ্ধিরগঞ্জ এলাকায় ৫নং ওযার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় তিনি সকলের উদ্দেশ্যে এ আহবান রাখেন।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন আসন্ন, আগামী ৭জানুয়ারী আপনারা সকলেই আপনাদের নাগরিক দায়িত্ব ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আমরা চাই এই ভোটটা আপনারা নৌকা মার্কায় দিবেন এবং প্রতিটি ঘরের সকল নারী পুরুষ যেন তাদেরকে ভোটটা দেয় এই বিষয়টা খেয়াল রাখবেন। এলাকার কোন সমস্যা আপনারা স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন তারা সমস্যার সমাধান না করতে পারলে আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে না পেলে অন্য কারো সাথে যোগাযোগ করবেন।
গণসংযোগ কালে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সাবেক পৌর প্রশাসক মতিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা আ: রব, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর আওয়ামী লীগের সদস্য এহানুল হাসান নিপু, মহানগর তাঁতী লীগের আহবায়ক চৌধুরী, এইচ,এম,শাহেদ, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম আহমেদ হেনা, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, এস,এম,নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।