সরদার টাওয়ার ফ্লাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশন’ আয়োজিত অগ্রিম হ্যাপি-নিউ ইয়ার ( Advance
Happy New Year) ২০২৪ ইংরেজি সাল উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) বাদ এশা ২৫নং কে বি সাহা সড়ক আমলাপাড়া সরদার টাওয়ারে সাংস্কৃতিক, র্যাফেল ড্র সহ জাঁকজমক আয়োজনে গেট – টু-গেদার অনুষ্ঠিত হয়।
এতে সরদার টাওয়ার ফ্লাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মো.হানিফ সরর্দার এর পৃষ্ঠপোষকতায় সাংস্কৃতিক ও মিলন মেলা আয়োজিত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, প্রতিবছরের ন্যায় জাঁকজমক আয়োজনে মাধ্যমে আমরা হ্যাপি-নিউ ইয়ার পালন করে থাকি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার ও প্রশাসনের নিষেধাজ্ঞায় আমরা এ এনুষ্ঠানটি অগ্রিম হ্যাপি-নিউ ইয়ার করতে বাধ্য হয়েছি। আমরা আশা করছি এই নিষেধাজ্ঞা আগামী বছর থাকবে না। তখন আরো বড়সড়ো আনন্দমুখর পরিবেশে সঠিক সময় আমরা উদযাপন করতে পারব। এবং আগামীতে শুধু আমাদের সরদার টাওয়ারের বাসিন্দা নয় আশেপাশে সসম্মানিত ব্যক্তিদের নিয়ে এ দিনটি পালন করব।
গেট – টুগেদার অনুষ্ঠান সার্বিক পরিচালানা করেন সংগঠনের সহ -সভাপতি ড:আশীষ কুমার দে জানান, হ্যাপি-নিউ ইয়ার ও গেট – টুগেদার অনুষ্ঠানটি সরদার টাওয়ার ফ্লাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মো.হানিফ সরদার এর সার্বিক পৃষ্ঠপোষকতায় আমরা আনন্দ গণমুখর পরিবেশে আমরা এ দিনটি পালন করে থাকি। এতে মো.হানিফ সরদার সাহেবের সহযোগিতার পাশাপাশি সংগঠনের নেতৃবৃন্দদের সার্বিক প্রচেষ্টায় বিশেষ এ দিনটি পালন করে থাকি।
অনুষ্ঠানটিতে উপস্থাপনায় ছিলেন, সংগঠনের কোষাধক্ষ মাসুমুল হক সোহেল, সাংস্কৃতিক সম্পাদক রাজিব রায়।
এসময় আরোও উপস্থিত ছিলেন, সরদার টাওয়ার ফ্লাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশন’র সহ- সভাপতি ড: সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক লিয়াকত আলী মন্ডল, কার্যকরী কমিটির সদস্য বিমান রায়, পাপন সাহা, বাপন সাহা, পংকজ রায়, এড. মনিকা দেবী, গৌতম সাহা, পরিতোশ সাহা, লিটন সাহা, আব্দুল হক, জাকির হোসেন, মিনাল রায়, কানু লাল রায়, শিপন সাহা, রিপন সাহা সহ সংগঠনের নেতৃবৃন্দগণ।
অনুষ্ঠানে র্যাফেল ড্র পুরুস্কার বিতরণ শেষে রাত ১২ : ১ মিনিটে কেক কেটে আসন্ন নতুন বছর ২০২৪ ইং সালকে স্বাগত জানান সরর্দার টাওয়ার ফ্লাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশন। এতে লটারির মাধ্যমে ১৫ জন র্যাফেল ড্র বিজয়ী হন।