আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য নাঙ্গলের প্রার্থী একে এম সেলিম ওসমান এর মতবিনিময় সভা সফল করতে ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক হানিফ এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করা হয়েছে।
শনিবার ( ৩০ ডিসেম্বর ) বিকালে আমলাপাড়া নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে সভাস্থলে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন হানিফ।
আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ও সরদার টাওয়ার ফ্লাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মো.হানিফ সরর্দার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ আসনের সংসদ সদস্য নাঙ্গলের প্রার্থী একে এম সেলিম ওসমান।
মিছিলে এসময় উপস্থিত ছিলেন, যুবলীগের নেতা কোরবান আলী, শ্যামল, সানি, হৃদয়, বাহার, জুয়েল, সজিব প্রমুখ।