সোনারগাঁবাসীর ভালোবাসায় সিক্ত হলেন নারায়ণগঞ্জ ৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাংসদ লিয়াকত হোসেন খোকা।
রোববার (৩১ ডিসেম্বর) বিকালে সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদ্দী, শেখ কান্দি ও চরকামালদি এলাকাসহ আরও বেশ কয়েকটি স্থানে গণসংযোগ করেন খোকা।
এসময় প্রতিটি গণসংযোগেই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রাস্তার পাড়ে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নারী-পুরুষ, বৃদ্ধা সাধারণ মানুষগুলো, যারা কোন দল করেনা, তারা সকলেই খোকাকে দেখামাত্র পাগলের মত ছুটে আসেন। কেউ খোকাকে জড়িয়ে, আবার কেউ কেউ খোকার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করতে থাকেন। এসময় কয়েকজন বৃদ্ধা মাকে খোকার মাথায় হাত রেখে বলতে শুনা গেছে, ‘বাবা তোমার জন্য রোজা রেখেছি, তোমার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি তুমি যেন পাশ হও।’ তাদের কথা শুনে খোকা অশ্রুসিক্ত হয়ে পড়েন। অশ্রুসিক্ত নয়নে খোকা বলেন, ‘মাগো এটাই আমার অর্জন। আজ আপনাদের ভালোবাসা পেয়ে কেন জানি মনেহচ্ছে, আমার সব পাওয়া হয়ে গেছে।’
পরে খোকা আরও কয়েকটি এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে খোকা বলেন, যাদের ভোট নাই, তারাই হুমকি ধমকি দেয়। যেখানে আমার মাতৃতুল্য মাননীয় প্রধানমন্ত্রী দির্দেশ দিয়েন, ভোট অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য। সেখানা তারা আমার সমর্থক তথা ভোটারদের হুমকি ধমকি দিচ্ছেন। তারা চাচ্ছে এ হুমকি ধমকিতে ভীত হয়ে ভোটাররা যেন ভোট কেন্দ্র না যান। মাননীয় প্রধানমন্ত্রী তো তাদেরই নেত্রী। তাহলে তারা কি তাদের নেত্রীর নির্দেশ পালন করছেন? না। তাহলে এরা কোন আওয়ামী লীগ করে? আসলে এরাই হলো হাইব্রিড। বিএনপি থেকে এসে তারা আওয়ামী লীগকে ক্ষতি করছে। আমি আমার প্রতিদ্বন্ধী, ওনি হিসেবে আমার ভাতিজা। আমি ওনার বাবার সাথে রাজনীতি করেছি। ওনাকে বলবো, আপনি এ হাইব্রিডদের বিষয়ে সাবধান হোন। কেননা, এরা আপনার ও আপনার দল আওয়ামী লীগের ভাবমূর্তিকে নষ্ট করছে।