দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ জানুয়ারি নারায়ণগঞ্জ ইসদাইর শামছুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শেখ হাসিনার আগমন ও জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ।
সোমবার (২ জানুয়ারি) বিকালে এ সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের নিয়ে মাঠ পরিদর্শন করেন সংসদ সদস্য শামীম ওসমান।
জানাগেছে, শেখ হাসিনার আগমন উপলক্ষে জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপদ ব্যবস্হা। এছাড়াও নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে স্টেডিয়াম পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে। সড়কে দুপাশে ছেয়ে গেছে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনে।
এদিকে এ আয়োজনে আওয়ামীলীগের সংসদ সদস্য শামীম ওসমান জনসভাকে সফল করতে গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছেন। এর আগে এ সভাকে সফল করতে নর্ম পার্কে তার নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
শামীম ওসমান বলেন শেখ হাসিনার আগমন উপলক্ষে আমাদের সকল কার্যক্রম শেষের দিকে। কিছু অসম্পূর্ণ কাজ থাকলেও রাতের মধ্যে সব কাজ শেষ করতে পারবো। তিনি বলেন আমরা আশাবাদী নারায়ণগঞ্জের আপামর জনগন শেখ হাসিনার আগমনে আনন্দিত। তিনি নতুন বছরে আমাদের নতুন বার্তা দিবেন। তার বার্তা অনুসারে আমরা সামনের দিন গুলোতে এগিয়ে যাবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সোনারগাও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম ভূইয়া, কৃষকলীগের সভাপতি ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনিজাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সাহাদাত হোসেন সাজনু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আজমত আলী প্রমূখ।