দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৫ (সদর – বন্দর ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য একে এম সেলিম ওসমানকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দরা।
সোমবার ( ৮ জানুয়ারী ) রাত আটটায় সদর মডেল থানা সংলগ্ন জাতীয়পার্টির মননীত লাঙ্গলের প্রার্থী একেএম সেলিম ওসমান এর নির্বাচনী প্রচারণা প্রধান কেম্পে এ শুভেচ্ছা জানান।
জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া নেতৃত্বে তৃতীয় বারের মত একে এম সেলিম ওসমান সংসদসদস্য নির্বাচিত হওয়ায় ফলের শুভেচ্ছা জানানো হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. আলাউদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট মো. রবিউল আমিন রনী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. স্বপন ভূঁইয়া , আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন দাস, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রাজিয়া আমিন কানচি, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট মানজুদুল রশিদ রিফাত, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন সুজন প্রধান, কার্যকরী সদস্য অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র সাহা, অ্যাডভোকেট হালিমা আক্তার, অ্যাডভোকেট আলী আকবর, অ্যাডভোকেট নুরী নাজমুল আমিন প্রমুখ।