সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে এক নারীর ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে ফতুল্লার ডাকাত রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত নয়টার দিকে ফতুল্লা রেলস্টেশন থেকে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) হানিফ তাকে গ্রেপ্তার করেন। এর আগে এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাত রুবেলকে আটক করে গণপিটুনি দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া৷
ফতুল্লা থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা যায়, টুম্পা (ছদ্মনাম) নামের এক নারীর নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অশ্লীল পোস্ট করে আসছিলো অজ্ঞাত ব্যক্তি৷ সেসব পোস্টে এডিটের মাধ্যমে ওই নারীর ছবিও জুড়ে দেওয়া হতো৷ দেওয়া হতো মোবাইল নাম্বারও। এতে করে ব্যাপক হয়রানির শিকার হয়ে আসছিলো ভুক্তভোগীর পরিবার৷ এমনকি তাদেরকে হোয়াটসঅ্যাপে কল করে প্রাণনাশ ও আরো বিভিন্ন উপায়ে ক্ষতি করারও হুমকি দিয়ে আসছিলো ওই ব্যক্তি।
এলাকাবাসী জানান, পরবর্তীতে এলাকাবাসী সন্দেহভাজন ব্যক্তি হিসেবে ডাকাত রুবেলকে আটক করে গণপিটুনি দিলে সে অপরাধ স্বীকার করে নেয়। রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে৷