কনকনে শীত নিবারণের জন্য শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাশিপুর ৫নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান হাবিব এর উদ্যোগে গরীব-দুঃখী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারী) বিকেলে কাশীপুর ইউনিয়নের ৬০নং গোয়ালবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক ও কাশীপুর ৫নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান হাবিবের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু।
এসময় তিনি বলেন, এই কন কনে শীতের মাঝে যারা কষ্ট করে কম্বল নেওয়ার জন্য এসেছেন তাদেরকে বলবো আপনারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। কারন তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় থাকেন তাহলে আপনার আমার সন্তান সুপ্রতিষ্ঠিত হবে। কারন শিশুদের শিক্ষার জন্য তিনি বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছেন। আপনারা শামীম ওসমানের জন্য দোয়া করবেন যেন তিনি নিষিদ্ধ পতিতা পল্লির ন্যায় সমাজ থেকে মাদক দূর করতে পারেন।
এসময় প্রায় ২০০ গরীব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদ কমিটির সভাপতি মো. হোসেন, কাশিপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি ইবনে সাঈদ, সাংগঠনিক সম্পাদক মান্নান, শ্রম বিষয়ক সম্পাদক সেন্টু, কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মো.মিজানুর রহমান সবুজ, জাতীয় দলের সাতারু আসলাম, সিপলু, আব্দুল আলীম, ওবায়দুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।