নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এফবিসিসিআই এর পরিচালক বিশিষ্ট সমাজ সেবক মোঃ বজলুর রহমান (সিআইপি) ।
শনিবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রী কলেজ মাঠে তিনি কয়েক হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় তিনি উপস্থিত অসহায় ও শীতার্ত মানুষের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন।
কম্বল বিতরণী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রী কলেজের সভাপতি মোঃ আক্তার হোসেন, এবং প্রিন্সিপাল আব্দুল লতিফ,শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর পঞ্চায়েত কমিটির সভাপতি আঃ হাই, অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল মতিন, মোক্তার হোসেন, আব্দুর রশিদ, আলাউদ্দিন মাতব্বর, আলী আহমদ মেম্বার, বাবুল ভূঁইয়া, নূর মোহাম্মদ, আঃ আউয়াল প্রমূখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।