1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: মাদকাসক্ত যুবক আটক উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত: নিহত ২০, আহত ১৭১, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক উত্তরায় বিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ১৯, আহত শতাধিক উত্তরায় বিমান দুর্ঘটনা: নারী-শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধ, জরুরি রক্তের আহ্বান উত্তরায় বিমান বিধ্বস্ত! চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু ইমনের ফিফটিতে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ, সিরিজে ১-০ এগিয়ে টাইগাররা ফতুল্লায় হরতালে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ২ ফতুল্লা থানার সাবেক ওসি হাছান আলীর ২ বছরের কারাদণ্ড একরামুল হত্যা: বদির বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়: সেনাপ্রধান

ময়লার গাড়ি ওয়ালা ও নাকি সাংবাদিক : এমপি শামীম ওসমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

জুম্মন সোহেল : নবনির্বাচিত নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদসদস্য একে এম শামীম ওসমান চেক বিতরণ অনুষ্ঠানে বলেছেন, কভিট ভাইরাসের সময় নারায়ণগঞ্জের মতন জায়গাকে আমরা সামাল দেওয়ার জন্য উন্মাদ হয়ে গেছিলাম। একটা করে রগী বের করেছি আমি ২ রাকাত নফল নামাজ পরেছি এবং তাদের খাওয়ানোর দায়ীত্ব ছিল আমার সহর্ধমিনির। জাতীর পিতা বঙ্গবন্ধুর পরে এ ধরণের প্রধানমন্ত্রী আর পাই নাই ভবিষ্যৎতে পাবনা। বঙ্গবন্ধু বেঁচে থাকতো ২০ বছর আগে জাপান, সিঙ্গাপুরের মত হয়ে যেত। সিঙ্গাপুরে একটা চেক পাশ করার জন্য অপেক্ষা করা লাগেনা। আজকে সাড়া বিশ্ব অস্থির। ইজরাহিল গাজায় উপর হামলা। ইরানের সাথে পাকিস্তানের কোন্দল। সব কিছু মিলিয়ে জাতী আজ কোন দিকে যাচ্ছে আমরা জানিনা। আমি বলবো যার যার বাড়ির সামনে গাছ লাগান।

 

 

রবিবার ( ২১ জানুয়ারী ) বাদ মাগরিব নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) আয়োজনে
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

তিনি আরোও বলেন, আমাদের বাড়ির পুরুষরা ৭০ বছরের কেউ ক্রস করে নাই। আমি বলেছি এবারের নির্বাচন আমি করব না। জাতীর পিতারর কন্যা আমার মা ওনি যা বলবেন আমার মাইননা নিতে হবে। আমার এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যাই করেছি মানুষ হাত তালি দিয়েছে। মাদক, ইভটিজিং, চাঁদাবাজী, সন্ত্রাসী এগুলা বন্ধে আমি মাঠে নেমেছি। দেশে এমন কোন জায়গা নেই মাদক নাই সন্ধ্যা হয়েগেছে তাদের কার্যক্রম সুরু হচ্ছে।

 

 

বিশেষ অতিথিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, যে সাংবাদিক আপনাকে চেনেনা টাকা চেয়েছে সে সাংবাদিক না। এমনকি ময়লা গাড়ি ওয়ালাও সাংবাদিক। আমরা হাইব্রিড এর জন্য ধাক্কা খাচ্ছি টায়ার্ড হয়ে যাচ্ছি।যারা গরিব ছাত্র তাদেরকে সাহায্য ও যারা চিকিৎসা করাতে পারেনা তাদেরকে সহযোগীতা করা। আমরা সবচাইতে ভালো ডাক্তার নিয়ে আসব। বর্তমানে ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে। আগে সুনেছি মেয়েরা ছেলেদেরকে ডিভোর্সের দিত এখন মেয়েরা দেয়। নারায়ণগঞ্জে ঐ পর্যায়ে যাওয়ার আগে বন্ধের ব্যবস্থা নিতে হবে। নারায়ণগঞ্জে আমরা বড় বড় প্রজেক্ট নিয়ে এসেছি।

 

 

এসময় চেক বিতরণে অনুষ্ঠানে সাংবাদিক প্রয়াত অনু এর স্ত্রীকে ২ লক্ষ টাকা, বিল্লাল হোসেন রবিন ৫০ হাজার টাকা, ইউসুফ আলীর স্ত্রী অসুস্থতায় ৫০ হাজার, হারাধন তিনি নিজেই অসুস্থ ৫০ হাজার করে চার জনকে মোট সাড়ে ৩ লক্ষ টাকার চেক প্রধান করা হয়।

 

 

অনুষ্ঠানে জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুস সালাম এর সভাপতিত্বে ও জেলা সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক – যমুনা টিভির ইসমিত আহম্মেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক।

 

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রোমন রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর মাসুদ, রাখেন আফজাল হোসেন পন্টি, ফতুল্লা প্রেস ক্লাবের ওবায়দুল্লাহ, সাংবাদিক জুয়েল, আশিক আহম্মেদ, আহসান সাদিক, শেখ জামাল সহ এনইউজে’ সাংবাদিক নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL