নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠানে গোগনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নবনির্বচিত নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদসদস্য একে এম শামীম ওসমানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার ২৫ জানুয়ারি বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নবগঠিত সংসদসদস্যকে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী’র নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।
সমন্বয় কমিটির সভা নারায়নগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
গোগনগর ইউনিয়ন পরিষদের সফল ও প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলীর শ্নেহের ছোট ভাই আলহাজ্ব ফজর আলী’র নেতৃত্বে ফুলের শুভেচ্ছা বিনিময় সময় আরোও উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান- ২ জাহাঙ্গীর আলম, ৮ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান- ১ রুবেল আহম্মেদ, ২ নং ওয়ার্ডের আলী হোসেন মেম্বার, ৩ নং ওয়ার্ডে তোফাজ্জল হোসেন কাবিল মেম্বার, ৫ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার নাজমা বেগম খোদেজা ও নিলুফা বেগম সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দগণ।
দুটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সদস্য একেএম শামীম ওসমান। এসময় উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিভিন্ন বিষয়ে সিদ্বান্ত ও উদ্যোগ গ্রহন ও আলোচনা ছাড়াও সমন্বয় কমিটির মাসিক সভা, আইনশৃঙ্খলার উন্নতি ও মেম্বার চেয়ারম্যানদের যৌথভাবে মিলে কাজ করার আহবান জানান শামীম ওসমান।
এর আগে সদর উপজেলা চত্বরে শামীম ওসমান পৌছলে লাল গালিচা ও ফুলের শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।