গোগনগর সৈয়দপুর মারকাযুস্ সুন্নাহ্ মহিলা মাদ্রাসার খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারী ) বাদ আছর সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গনে মারকাযুস্ সুন্নাহ্ মহিলা মাদ্রাসার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গোগনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের তিন বারের নির্বাচিত সফল মেম্বার শেখ মো. রফিকুল ইসলাম ও অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার বিপ্লব হোসেন হাবু।
অত্র মাদ্রাসার মূহতামিম মাওলানা শফিউদ্দিন এর পরিচালনায় ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খলিফা, আল্লামা আশরাফ আলী (রহ.) ও মহতামিম শাইখুল হাদীস, মুন্সিগঞ্জ সদর জামি’আ আজিজিয়া দারুল উলুম দেওভোগ’র মুফতী নিসার আহমাদ কাসেমী দা.বা.।
এতে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন নারায়ণগঞ্জে জামি’আ আরাবিয়া দারুল উলূম দেওভোগ মাদ্রাসার মহাদ্দিস মুফতী মাসদুকুর রহমান ফরিদী দা.বা.।
প্রধান বক্তা মাহফিলে কোরআন হাদিস নিয়ে পর্যালোচনা করা হয়। এবং সকল মুমিন মুসলমানদের কুরআন সুন্নাহের দ্বীনের পথে আসার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন, সমাজ সেবক নূরুল আমিন খান, কবির হোসেন সিকদার, জিএমসির মাদ্রাসার প্রিন্সিপাল আবুবক্কর সিকদার সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
মাহফিলের সভাপতি শেখ রফিকুল ইসলাম মেম্বার নবনির্বাচিত এমপি সেলিম ওসমান এর জন্য ও দেশ- জাতীর জন্য বিশেষ দোয়া চাওয়া হয়।