নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান’র আহ্বানে সামাজিক সংগঠন ‘প্রত্যাশা’র মতবিনিময় সভা ও নাগরিক সমাবেশে অংশগ্রহণ করতে মহানগর ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম ও জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা এইচ এম রাসেল এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ১৫ নং ওয়ার্ড হইতে মিছিল নিয়ে ইসদাইর ওসমানী স্টেডিয়ামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘প্রত্যাশা’র মতবিনিময় সভা ও নাগরিক সমাবেশে যোগদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও আহ্বায়ক ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু।
এইচ এম রাসেল বলেন, আজকে নারায়ণগঞ্জে শামীম ওসমান’র সুধী সমাবেশ ডাক দিয়েছে। আমরা আশা করি এ সুধী সমাবেশ থেকে নারায়ণগঞ্জে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এবং অপরাধমূলক কর্মকান্ড কমে আসবে।
১৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এবং জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সভাপতি এইচ এম রাসেল নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সভাপতি ও ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হামদান-উর রহমান শান্ত, আওয়ামীলীগ নেতা ভরত, আনোয়ার হোসেন আনু,নূর আলম খান, মাসুদ, সাইফউদ্দিন আহমেদ, সালাম মিয়া,পংকজ রায়,সাগর দেবনাথ, কালাখান, আদিম খান,আনিছুর রহমান রিতু,১৫ নং ওয়ার্ডে যুবলীগের আহ্বায়ক সোহেল, ১৫ নং ওয়ার্ড জাতীয়পার্টির সভাপতি রাসেদুল ইসলাম রানা, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, ছাত্রলীগ নেতা রায়হান ভূইয়া, সানী সহ ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দরা।