নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান’র আহ্বানে সামাজিক সংগঠন ‘প্রত্যাশা’র মতবিনিময় সভায় মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সেক্রেটারী সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান ও যুগ্ম সম্পাদক ও ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান কমল এর নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে অংশগ্রহণ করেছেন।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ২৩ নং ওয়ার্ড হইতে মিছিল নিয়ে ইসদাইর ওসমানী স্টেডিয়ামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘প্রত্যাশা’র মতবিনিময় সভা ও নাগরিক সমাবেশে যোগদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও আহ্বায়ক ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু।
এসময় মিছিলে আরোও উপস্থিত ছিলেন, ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনোয়ার হোসেন মনু, জাকির হোসেন, মুক্তার হোসেন, আক্তার হোসেন, সুমন, সহিদ, সোহেল, অন্তর, রাব্বি আমান, এসএ রানা, রাকিব সহ ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দরা।