1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

মেয়র ও এসপি মহোদয় আপনি এখন কোথায়!:মূফতী শামুল হক কাসেমী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

মূফতী এহতে শামুল হক কাসেমী তার বক্তব্যে বলেছেন,
গত কিছুদিন আগে জননেত্রী শেখ হাসিনা এসেছিলেন। আমরা সিটি কর্পোরেশনে থাকি। আজ মেয়র এখানে থাকলে আমি খুশি হতাম। নারায়ণগঞ্জের সিটি নিয়ে ওনি ভালো ভালো কাজ করেছেন। ভালো ভালো কথা বলেন। আমি ঐদিন দেখে ছিলাম দু’একটা গাড়ি দিয়ে রাস্তা পরিস্কার করেছিল শেখ হাসিনা আসবে বলে। এর পর একটা গাড়ি আর দেখি নাই। আজকে প্রত্যাশা’র পক্ষ থেকে এ বিশাল আয়োজন। আপনি অনেক কথা বলেন মাদক নির্মূলের আমি ভাবতাম সিটি করর্পোরেশন মেয়র মহোদয়ও মাদক নির্মূলের করতে চান। ওনি কেনো আসলেন না আমি জানিনা।

 

 

তিনি আরোও বলেন, প্রশাসনের প্রতি দৃষ্টি আকসন করব গত তিন মাস আগে নারায়ণগঞ্জে শহীদমিনারে একটা বক্তব্য দিয়েছিলাম। ঐ বক্তব্যের উপর ভিক্তি করে আমাকে প্রশাসনের পক্ষ থেকে ১৪ জন প্রশাসনের লোক দিয়ে আমাকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়। এসপি মহোদয় ফোন দিয়েছেন ওনাকে এনেছেন কিনা। ওনার সাথে কথা হয়েছে কিনা। ঐ দিন আমরা আপনার কথা সুনেছি। আজকে মাদক নির্মূলের এত বড় আয়োজন এসপি মহোদয় আপনি এখন কোথায়! আপনি এখানে থাকলে আমি খুসি হতাম।

 

 

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ইসদাইর ওসমানী স্টেডিয়ামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘প্রত্যাশা’র মতবিনিময় সভায় তিনি উউপরোক্ত কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও আহ্বায়ক ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

 

 

নারায়ণগঞ্জের ডিসি ও এসপিকে দৃষ্টি আকর্ষণ করে মূফতী এহতে শামুল হক কাসেমী উজানী তিনি আরোও বলেন,জেলা প্রশাসক ডিসি সাহেব সমাজটাকে ভালো রাখার চেষ্চা করেন। এখন ফজরের নামাজে মসজিদে যাইতে ভয় হয়। কোথায় মাদক সেবন কারীরা বসে থাকে আমাদের উপর আক্রমণ করে বসে। যদি সম্বভ হয় এক সাপ্তাহেরর মধ্যে এমপি সাহেবের মাধ্যমে তোবা করে কয়টা দিন মাদক নির্মূলের জন্য কাজ করেন। আগুন নিবিয়ে ফেলে আগুনের কয়লা রাইখা দেওয়াটা কিন্তু বুদ্ধি মানের কাজ না। তেমনই মাদক সম্পর্ন নির্মূল না হলে আবার আগুন জ্বলে উঠবে। তাই নারায়ণগঞ্জের তৌহিদী জনতা শামীম ওসমানের পাশে আছে।

 

 

জেলা সাবেক ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপুর সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, ইয়ান মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর ড.শিরিন বেগম, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহম্মেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন সহ বিভিন্ন শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL