শাহ ফয়েজ উল্লাহ বাড়ির সামনে বুড়িগঙ্গা ট্রান্সপোর্ট এর মালিক-শ্রমিকদের মানববন্ধনে সুষ্ঠ-নিরপক্ষ বিচারেদাবী। বুড়িগঙ্গা ট্রান্সপোর্ট এর মালিক বোগদাদ এর উপর আক্রমনকারী শাহ ফয়েজ উল্লাহ ও তার বাহিনির প্রধান অপু মিস্ত্রি, হিমেল, জাকির সহ তারবাহিনীর সকলকে গ্রেফতার ও দৃষ্ট্যান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার ( ২৭ জানুয়ারী ) দুপুর বেলায় শহরে মিছিল করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে বুড়িগঙ্গা ট্রান্সপোর্ট ও সিটি সার্ভিসের সকল মালিক ও শ্রমিকরা সন্ত্রাস ও চাঁপাবাজীর বিরুদ্বে পৃথকভাবে দুটি স্থানে মানববন্ধন করা হয়।
প্রথমটি নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বর পরে শাহ ফয়েজ উল্লাহ এর বাড়ির সামনে প্রতিবাদে মানববন্ধন করেন শ্রমিকরা।
এসময় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কালে নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সাংসদ ও বীর মুক্তিযোদ্বা একেএম নাসিম ওসমান পুত্র যুবনেতা আজমেরী ওসমানকে দেখে শ্রমিকরা নালিশ করেন।
শাহ ফয়েজ উল্লাহ’র বাড়ির সামনে মানববন্ধন এর সময় রেগুনা পরিবহন’র কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মরন বলেন, আমাদের বুড়িগঙ্গা ট্রান্সপোর্ট প্রতিষ্ঠান একটা শান্তিপূর্ণ প্রতিষ্ঠান অনেকেই ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে। এখানে রাজনৈতীক কেহ নাই। এর মধ্য দিয়ে শাহ ফয়েজ উল্লাহ ভাই এ প্রতিষ্ঠানের সভাপতি দাবী করে চাঁদা দাবী করে । মালিক ও শ্রমিকরা চাঁদা দিতে অ-স্বীকৃতি জানালে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের সেক্রেটারী বোগদাদী সহ আরোও অনেকের উপর হামলা চালায়। এবিষয়ে আমরা সদর থানায় মামলা দায়ের করেছি। আজকে তার বাড়ির সামনে আমরা মানববন্ধন করেছি তার বাবা, ভাই ও স্বজনেরা আছে তাদের অবগত করতে আমরা এখানেও অবস্থান নিয়েছি। আমরা চাই শান্তিপূর্ণ ভাবে আমাদের প্রতিষ্ঠান চলুক এটা আমাদের দাবী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের মালিক – শ্রমিকের নেতৃবৃন্দরা।