বন্দরে হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীন বরন অনুষ্ঠান হয়েছে।
৩১ জানুয়ারি ( বুধবার) সকালে স্কুল মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী, মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ন কবির মৃধা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, আব্দুল হালিম, আব্দুল আউয়াল খোকন, সুনীল কুমার দাস, শরীফ মোহাম্মদ শাহ আলম,ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন, নাসির উদ্দিন, মুজাহিদ কবির পিয়াস মৃধাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি হুমায়ন কবির মৃধা বলেন, লেখা পড়ার বিকল্প শুধু লেখাপড়াই। এর কোন অংশীদার নেই। শুধু নিজের জন্য না লেখাপড়া করে মানুষের মত মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে সমাজ ও দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নের অংশীদার হবে। শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সরকার ১ লা জানুয়ারি তোমাদের হাতে বই তুলে দিয়েছে। এখন আর বইয়ের জন্য কোন শিক্ষার্থীর পরিবারকে চিন্তা করতে হয় না। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পরিবারের চিন্তাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিয়েছে। যে কারনে ১ লা জানুয়ারি দেশের প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে উৎসব পালন করি। প্রতিটি শিক্ষার্থীকে নিজেদের শেরাটা দিয়ে রেজাল্ট ভালো করার আহবান জানান।