নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে জনপ্রতিনিধি ও প্রশাসন সম্মিলিতভাবে শহরের ফুটপাত হকারমুক্ত ও সড়ক যানজটমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে নাখোশ হকাররা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের দ্বারস্থ হয়েছেন। তারা ফুটপাতে বসার জন্য তাঁর কাছে আবদার জানিয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) সকালে শহরের শায়েস্তা খাঁ সড়কে জেলা শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম ওসমান। অনুষ্ঠানস্থলের বাইরে সকাল থেকেই অবস্থান নেন হকাররা। শামীম ওসমান বের হলেই তাকে ঘিরে ধরেন। তাঁর কাছে ফুটপাতে বসতে দেওয়ার ব্যবস্থা করে দিতে আকুতি জানান।
এই সময় শামীম ওসমান বলেন, ‘আমাকে চিন্তা করতে দেন, দেখি কী করা যায়। হকার যদি বসে তাহলে সব জায়গায় বসবে। আর উঠলে সব উঠবো। সব না উঠলে আপনারা কেন উঠবেন? সব উঠার পরেও যে সমস্ত লোকগুলি আমার এলাকায় কাজ করছে, বিভিন্ন সময় মারধর খাইছে, আমি চেষ্টা করমু তাদের জন্য আলাদা কিছু করার।’
এই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আমীর খসরু।
এমপি শামীম ওসমান এর সাথে কথা বলার পূর্বে মহানগর হকারসলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর ইসলাম আসাদ বলেন,আমরা পত্রিকার মাধ্যমে দেখ লাম প্রেসক্লাবে মিটিং হইছে। আমরা ঐ মিটিংকে স্বাগত জানাই। হকার উচ্ছেদ করলে নাকি যানজট মুক্ত হবে। আমাদের দাবী চাষাড়া মোড় যাতে উচ্ছেদ না হয় সেই দাবীতে আমরা এমপি সাহেবের কাছে এসেছি। আমরা এমনিতেই বিকাল ৪ টার পর দোকান খুলে থাকি। কিছু কিছু এলাকাতে আপনারাও জানেন রাত দিন ২৪ ঘন্টা খোলা থাকে। আমাদের দাবী ঐসব এলাকা রাইখা যদি আমাদের উচ্ছেদ করে তা হলে কেমন হয়। আমরা চাই আমাদের পুনর্বাসন করা হয়।