নায়েবে – আতায়ে রাসূল হিন্দে ওলী হজরত খাঁজা মঈনউদ্দিন চিশতী (রা) এর ১৩ তম বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১১ ফেব্রুয়ারী ) বাদ এশা ১৫ নং ওয়ার্ড টানবাজার রোড ( আশা হল ও অলংকার প্লাজা সংলগ্নে)
র্যালীবাগান খাঁজা মঈনউদ্দিন চিশতী (রা) ওরশ কমিটির উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আওলাদে রাসুল (দঃ) পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত ইমামে আহলে সুন্নাত, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী আল-আবেদী মাঃজিঃআঃ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ খাস দাউদপুর জান্নাতুল বাকী জামে মসজিদের খতিব মুফতী মো.মাকসুদুল হাসান।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মারুফুল হাছান সুমন এর সভাপতিত্বে ও মোঃ সাঈদ হোসেন রিপন’র উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোঃ সেলিম ও ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সভাপতি এইচ এম রাসেল।
এতে বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী হাফেজ ইকরাম হোসাইন খান কাদেরী, মন্ডলপাড়া জামে মসজিদেরর ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম ফরাজী, টানবাজার বড় জামে মসজিদের ইমাম ও খতিব
মুফতী ইকবাল কবির ফারুকী।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, মোঃ মতিউর রহমান মুক্তি, মোঃ রাশেদুল ইসলাম (রয়েল), মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, মোঃ রাশেদুল ইসলাম (রানা), গাজী মোঃ সালাউদ্দিন, হাজী মোঃ মুরাদ হোসেন,মোঃ আমির হোসেন,মোঃ আমান উল্লাহ্ আমান,মোঃ নুরুল হক,মোঃ আওলাদ হোসেন,মোঃ রুহুল আমিন,মোঃ নুরা, মোঃ কাদের, মোঃ লাভলু, মোঃ বিপ্লব, মোঃ সুলতান, মোঃ আবুল কালাম,মোঃ জাহাঙ্গীর,মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাবু,মোঃ আরমান আত্তারী,হাজী মোঃ জাহেদ মুন্সী,মোঃ আলমাছ, মোঃ রোমান, মোঃ ফেরদৌস,মোঃ শাহিন মাল,মোঃ মোয়াজ্জেম, মোঃ আলমগীর, মোঃ হুমায়ূন সহ মাহফিলের কমিটিবৃন্দরা হলেন, মোঃ মিলন হোসেন,মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ইদুন সরদার,মোঃ নাছির,মোঃ দেলোয়ার হোসেন দেলু,মোঃ মহর আলী,মোঃ আজিজ,
মোঃ জহিরুল,মোঃ মিলন উদ্দিন,মোঃ আল-আমিন রেলিং,মোঃ লিটন, মোঃ রমজান,মোঃ রাজু,মোঃ দুলাল, মোঃ মাহবুব হাসান,মোঃ রাসেল, মোঃ টিংক,মোঃসাত্তার, মোঃ হৃদয়,মোঃ জুয়েল,মোঃ মানিক,মোঃ রাসেল, মোঃ কামাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠনে পরিচালনায় ছিলেন, ১৫ নং ওয়ার্ড দক্ষীণ র্যালী
বাগানের আওলাদ, ইব্রাহীম, মিলন ও জাহাঙ্গীর সহ তাদের বন্ধু মহল।
মাহফিলে মুসল্লিদের কাছে কোরআন ও হাদিসের বিষয় গুলা তুলে ধরা হয়।