নারায়ণগঞ্জ শহরে হকার মুক্ত,ফুটপাত পরিচ্ছন্ন ওঅবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করায় এমপি মহোদয়গণ, মেয়র, প্রেসক্লাব, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির আয়োজনে র্যালি ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় র্যালি নিয়ে ডি আই টি হইতে চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করা হয়।
এসময় জেলা দোকান মালিক সমিতির নেতারা তাদের বক্তব্যে বলেন, আমাদের মা ও বোনেরা বিকাল বেলায় পুটপাত দিয়ে হাটতে পারেনা। একটা দোকান বসালে তাদের ৪ টা দোকান বসায়। ইতিহাসের নজির প্রেস ক্লাবের উদ্যোগে ভাই -বোন’কে একত্রিত করতে পেরেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি ক্ষেত এ শহরকে সুন্দর পরিবেশে ফিরিয়ে দিয়েছে তাই আমাদের জনপ্রতিনিধিদের’কে ধন্যবাদ জানাই।
তারা আরোও বলেন, আমরা টেক্স দিয়ে দোকান মালিকরা ব্যবসা করে থাকি। হকারদের কারনে জনসাধারণ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাদের কারনে ছিনন্তাইয়ের ঘটনা বৃদ্ধি পায়। দেখিয়েছেন। এটা আমাদের নারায়ণগঞ্জবাসী প্রানের দাবী ছিল। সেটাকে আমাদের জনপ্রতিনিধিরা যানজট মুক্ত করে। আমরা তাদেরকে সাধুবাদ জানিয়ে আজকে আমাদের র্যালি।
নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ শাজাহান মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান খসরু, সহ-সভাপতি আরিফ দিপু, হাজী হাসান ইমাম, মোহাম্মদ টুলু, মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এম এ সাহেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন মিনার সহ ফ্রেন্ডস মার্কেট এর আরিফ দিপু, মোহাম্মদ নজরুল, জেলা মার্কেট মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক ও ওয়ালী সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মিঠু ভূঁইয়া, সমবায় মার্কেট এর সভাপতি আবুল খায়ের, শান্তনা মার্কেটের মোঃ লিটন,
পানোরমা প্লাজার শামীম, আল – জয়নাল প্লাজার সুমন সহ মোঃ সাগর, আশরাফ, রবিন, কামরুল প্রমুখ।