নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির নির্দেশে ডি আই টি ওয়ালী সুপার মার্কেট’র এর কমিটি সভাপতি মিঠু ভূঁইয়া নেতৃত্বে শহরে হকার মুক্ত,ফুটপাত পরিচ্ছন্ন ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করায় এমপি মহোদয়গণ, মেয়র, প্রেসক্লাব, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে র্যালি ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় জেলা দোকান মালিক সমিতির আয়োজনে র্যালি নিয়ে ডি আই টি হইতে চাষাড়া নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সমাবেশে অংশগ্রহণ করেন ওয়ালী সুপার মার্কেট দোকান মালিক সমিতির নোতৃবৃন্দরা।
ওয়ালী সুপার মার্কেট এর দোকান মালিক সমিতির সভাপতি মিঠু ভূঁইয়া ও অর্থ সম্পাদক সুজন ঢালী এসময় বলেন, আমরা যানজট মুক্ত শহর চাই। আমরা মার্কেটে পজিসন ও ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসতেছি। কিন্তি এ হকাররা আমাদের মার্কেটের সামনে বসে মার্কেটের প্রবেশ পথ প্রতিবন্ধকতা সৃষ্টি করে যা আমরা ক্ষতি সাধন হচ্ছে। হকারদের কিছু বললে তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের উপর চরাও হয়। এই ধরনের পদক্ষেপ যেনো চলমান থিকে তাই আমাদের ২ এমপি ও মেয়র মহোদয় যেন সুদৃষ্টি রাখে।
তারা আরোও বলেন, ওদের ট্রেড লাইসেন্স, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া দিতে হয় না। হকারদের কারনে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আমরা। সুধু যানজটই নয় হকারদের কারনে আমাদের মার্কেটেরও সুন্দর্য নষ্ট হয়। এছাড়া এ হকারদের জন্য ছিন্তাইয়ের ঘটনা বৃদ্ধি পায় তাই আমরা হকার মুক্ত নারায়ণগঞ্জ চাই।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন মার্কেট মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক ও ওয়ালী সুপার মার্কেট এর দোকান মালিক সমিতির সভাপতি মিঠু ভূঁইয়া, সাধারন সম্পাদক নূরু, যুগ্মসাধারণ সম্পাদক রবিনাহা, অর্থ সম্পাদক সুজন ঢালী, ব্যবসায়ী নেওয়াজ শরিফ, এনামুল, গনী, আলামীন, সহ দোকান মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।