নারায়ণগঞ্জ ১৫ নং ওয়ার্ডে ১৮ তম শ্রী শ্রী বাণী মায়ের আর্চণা (সরস্বতি পূজা)- ১৪৩০ উপলক্ষে হরজন সম্প্রদায়ের ABCD যে কোন নৃত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শো-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) রাত দশটায় রক এন্ড রোল গ্রুপ এর আয়োজনে টানবাজার হরিজন সিটি সেবক কলোনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরস্বতি পূজা উপলক্ষে কেক কাটার পর সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথিকে।
এতে রক এন্ড রোল গ্রুপ’র সভাপতি আমান সিংহানীয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সভাপতি ও ১৫নং ওয়ার্ডের অসহায় মানুষের প্রিয় মুখ এইচ.এম রাসেল।
সরস্বতি পূজার শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এইচ এম রাসেল তার বক্তব্যে বলেন, ২০২২ সাল সিটি করর্পোরেশন নির্বাচনের আগ থেকে আমি এ মহল্লায় এসেছি। মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। অনেকের সমস্যা দূর করেনে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্ঠা করেছি। আপনাদের এ সম্প্রদায় মানুষকে আমার ভালো লাগে তাই আপনাদের পাশে থাকার চেষ্ঠা করি। এ সম্প্রদায় যদি না হতো তাহলে বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্নতা শহর হত না। তাই এ গোত্র কে যেমন আমি মূল্যায়ন করতে চাই তেমনই প্রত্যেকটা মানুষকে এ মূল্যায়ন করা উচিত। আমার নেতা নারায়ণগঞ্জে প্রান পুরুষ বারবার নির্বাচিত এমপি একেএম শামীম ওসমান বলেন সব সময় অসহায় নিরিহ মানুষের পাশে দাঁড়ান। সে লক্ষে নেতার কথায় প্রাধান্য দিয়ে আমি আল্লাহকে রাজি-খুশি করাতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
তিনি আরোও বলেন, ২০২১ সালে আপনাদের নিয়ে অনেক অনুষ্ঠান করেছি জুট পট্রিতে আপনাদের নিয়ে দেশের সর্ব প্রথম আমিই কেক কেটেছি। আমি মানুষকে মূল্যায়ন করি তাহলে আমাকে মানুষ মূ্ল্যায়ন করবে। গত বার এনসিসি নির্বাচন ককরেছি। নির্বাচনে হার-জিত থাকে। কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়ে ছিলাম নির্বাচনে হার-জিতি ভোট দেন বা না দেন আপনাদের পাশে থাকব। আপনাদের মনে জায়গা করে নিতে চাই। আপনাদের যেকোন সমস্যায় আমাকে বলবেন। নারায়গঞ্জের সকল ওয়ার্ড থেকে এ ১৫ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়ে তুলব। যারা নৃত্য-সাংস্কৃতিক সাথে জড়িত আমি তাদেরকে বলব সুধু এখানেই সীমাবদ্ধ থাকবেন না। শহরে অনেক প্রতিযোগীতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সে খানে আপনারা যাওয়ার বা অংশগ্রহণ করতে আমার সহযোগীতা লাগে তাহলে আমি করব। এছাড়াও হরিজন সম্প্রদায়ের কিছু চাহিদারও প্রতিশ্রুতি দেন এইচ এম রাসেল।
এসময় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুর রশিদ, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন মাস্টার, ভরত সাহা, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সভাপতি হামদান উর রহমান শান্ত,১৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি রাশেদুল ইসলাম রানা, সেক্রেটারী আনোয়ার হোসেন ভূঁইয়া, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সালাম, মাসুদ,সাগড়, মঞ্জুর, সঞ্জিত সাহা, কাবিদ,আনু, সাইফুদ্দিন বাবু, দাদু,কানাই,ওয়ার্কার ইউনিয়নের সভাপতি শিমুল, যুগ সংঘ সংগঠনের সভাপতি রিপন(সেরা) সাধারন সম্পাদক মামুন, ভিকি সহ আরো বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিল।