জুম্মন সোহেল: গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাষ্ট্র’র উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং ও ভূমিদস্যু মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে প্রত্যাশা সামাজিক সংগঠনের মাধ্যমে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৬ মার্চ ) বিকালে ফতুল্লার তক্কার মাঠ প্রাঙ্গনে এ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সামগ্রী প্রথম ধাপে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ৫শ সামগ্রী বিতরণ করা হয়।
এতে বীর মুক্তিযোদ্ধা ফরিদউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যন নাজিম উদ্দিন আহম্মেদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু।
মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া
সাজনু বলেন, আমরা যেন সবসময় এ কর্মসূচী চালু রাখি। আসলে আমার বড় ভাই গোলাম সারোয়ার মৃত্যুর পরে আসলে ওনাকে আমাদদের দেওয়ার কিছু নাই। সদকা জারিয়া হিসেবে মানুষের সেবা করে মানুষের কল্যান করে মানুষের দোয়ার মাধ্যমে ভাইয়ের জন্য কিছু দিতে পারি সেলক্ষে আমরা কাজ করি। গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাষ্ট্র এর মাধ্যমে সেই ২০১৫ সাল থেকে আজকে পর্যন্ত মানুষের জন্য আমরা কাজ করি। এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উপহার সামগ্রী মানুষের কাছে পৌঁছিয়ে দেই। জননেত্রী শেখ হাসিনা বলেছেন মানুষের জন্য কাজ করার এবং জননেতা একেএম শামীম ওসমান বলেছেন মানুষের জন্য কাজ করলে আল্লাহকে পাওয়া যায় সে লক্ষে আমরা কাজ করি।
তিনি আরোও বলেন, একেএম শামীম ওসমান সাহেব মাদক ও সন্ত্রাস মুক্ত গড়ার জন্য যে কাজ করছে আমরা তার কর্মী হিসেবে কাজ করছি। এ এলাকায় যদি কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ভূমিদস্যু থাকে যারা আমাদের সংগঠনের নাম বিক্রি করে বিভিন্ন অপকর্ম করে আপনারা আমাদেরকে জানাবেন আমরা শামীম ভাইকে জানাব। আমার মা, বোনেরা স্কুলে যায় যদি কোন যুবক ইভটিজিং করে তাহলে আমাদের যানাবেন আমরা তার ব্যবস্থা নিব। তাহলে একটি সুন্দর সমাজ গড়ার যাবে। সুন্দর সমাজ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। সেই সোনার বাংলা গড়ার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার দুঃখি মানুষের পাশে দারাবার কাজ করে যাচ্ছেন।
নাজিম উদ্দিন আহম্মেদ বলেন, গোলাম সারোয়ার ছিলেন শামীম ওসমানের নিবেদিত প্রাণ। যারা মুক্তিযোদ্ধ না করলে আমরা বাংলাদেশ পেতাম না। হেলাল তোলারাম কলেজের জি এস থাকা কালে কে কোন দল করতেন তা দেখতেন না। শুধু বলতেন ছাত্রদের লেখা পড়া করতে হবে। বঙ্গবন্ধু কণ্যা আছে বিদায় আজ আমরা ইফতার সামগ্রী বিতরণ করছি। ২০০১ সালে বাংলাদেশ কে একটা কশাই খানা বানিয়ে ফেলেছিল। যারা ওসমান পরিবারের সাথে ঝড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হয় নাই। আজকে শামীম ওসমান উন্নয়ন করেছে। কার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। সারোয়ারের লুঙ্গীর মধ্যে ভর্তী টাকা সে টাকা কি করে তা দেখতে আমি দাড়িয়ে ছিলাম। তখন দেখেছি অসহায় মানুষের মাঝে সারোয়ার টাকা বিলি করছে তার মন কত বড় ছিল।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী, রাহাদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সসাবেক সসভাপতি মো.জুয়েল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিকচাঁন, মুক্তিযোদ্বা জহিরুল হক মন্টু, সাইদুর রহমান, সালাম, সাবেক ছাত্রলীগের মোবারক হোসেন, আওয়ামী লীগের৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সাধারণ সসম্পাদক রফিকুল ইসলাম রাহাত, ৭ নং ওয়ার্ডের জাহাঙ্গীর মেম্বার, ৮নং ওয়ার্ডের মেম্বর শেখ ইমাম আলী, হান্নানুর রহমান রজু মেম্বার, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শিকদার মাহবুবুর হক, কুতুবপুর ইউনিয়ন মহিলা আয়ামীলীগের সাধারণ সম্পাদক মায়া, সাবেক মহিলা মমেম্বার মাজেদা বেগম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা অহিদুল ইসলাম সহ গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাষ্ট্র’র নেতৃবৃন্দগণ।