1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন

নানা আয়োজনে আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন এর ৭১ তম জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

নানা আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও পরিছন্ন রাজনীতিবিদ জনেতা আলহাজ্ব আনোয়ার হোসেন এর ৭১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা, কেককাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার ( ৮মার্চ) নারায়ণগঞ্জ শহরের ২নম্বর রেলগেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে মহানগর আওয়ামীলীগের আয়োজনে এ প্রবীণ নেতার জন্মদিন পালন করা হয়।

 

 

আনোয়ার হোসেন তার রাজনৈতীক জীবন দশা উল্যেখ্য করে বলেন, আজকে অনেক বছর পর নারায়ণগঞ্জ পৌরসভায় মনয়ন চেয়েছিলাম কিন্তু আমি পাইনাই। দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে বিজয় করতে সক্ষম হয়েছি। ১১ সালে শামীম ওসমানের সাথে দলীয় প্রার্থী নির্বানে আমি সাহস করে আইভীকে বিজয় করিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে ডেকে বলেছিলেন আনোয়ার মহানগর আওয়ামীলীগে সভাপতি কাকে বানাব। আপায় তখন আমাকে এ পদটা দিয়েছে।

 

 

 

তিনি আরোও বলেন, আমার ছাত্রজীবন থেকে এপর্যন্ত আমার মত লোকের কাছে অনেক টাকা থাকার কথা। অনেকে বলেন আমার নাকি কর্মী নাই। যারা নেতা তারাই আমার কর্মী। আজকে শামীম ওসমান হয়েছে, আইভী হয়েছে। আমার কোন চাওয়া পাওয়া ছিল না। মানুষ বলে আনোয়ার হোসেন একজন ভালো লোক সৎ লোক এরচে ভালো কিছু চাওয়ার নাই আমার। আমার জন্য সবাই দোয়া করবেন। বঙ্গবন্ধুর আদর্শ আর প্রধানমন্ত্রী আমার প্রাণ। নেত্রীর প্রতি আমার আস্থা রয়েছে। তিনি যেটা ভালো চাইবেন সেটাই করবেন। আজকে শেখ হাসিনা অল্প সময়ের মধ্যে দেশকে এগিয়ে নিয়েগেছে। আমরা সবাই মিলে বঙ্গবন্ধু’র আদর্শে মানুষের কল্যাণে কজ করব।

 

 

 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পদক আহসান হাবিব, মো.আনিস, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ গাজী, আওয়ামীলীগ নেতা এড.পলু, শামীম মিয়া, সুমি আক্তার সন্ধ্যা রানী, এসএম পারভেজ, জসিম, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগের সাধারণ সসম্পাদক মনিরুজ্জামান মনির,১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিক ঘোষাল পল, ১৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি সৈয়দ ওমর খালেদ এ্যাপন, সাহাবুদ্দিন মাস্টার, প্রবীর রায়, সাগর দেবনাথ, কালা খান, আশিস সাহা, বিশ্বজিৎ বসাক, অপু চক্রবর্তী, অন্টর বণিক, মাহাফুজ খান, হৃদয় সাহা, হান্নান শাহ, মোঃ সালাম, কিশোর রায় সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগে, শ্রমিকলীগের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL