1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ফতুল্লায় উপনির্বাচনে প্রভাবশালী প্রার্থী না থাকলেও কেন্দ্রে ভুয়া ভোটার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১১৫ Time View

নারায়ণগঞ্জে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রভাবশালী প্রার্থী না থাকলেও অটোরিকশা প্রতীকের প্রার্থী নেতা ও ভোটারদের উপর আস্থা হারিয়ে ভূয়া ভোটারদের উপর আস্থায় জাকির হোসেন নামে মধ্যবয়সী ৭৪৭ নম্বর ভোটার তালিকার এক ভোটারের স্লিপ হাতে ভোটকক্ষে ঢোকেন এক তরুণ৷ বাবার নাম জিজ্ঞেস করলে তালিকার ভোটারের বাবা নামের সাথে মেলেনি সে নাম৷ পরে ওই তরুণ নিজের নাম বাকী বিল্লাহ বলে জানান৷ পেশায় পোশাক শ্রমিক ওই তরুণ বলেন, তিনি এ কেন্দ্রের ভোটার না৷ বাইরে থেকে অটোরিকশা প্রতীকে ভোট দিতে তাকে স্লিপ হাতে কেন্দ্রে পাঠানো হয়৷

 

 

শনিবার বেলা ২টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ চিত্র দেখা যায়৷

 

অটোরিকশা প্রতীকে চেয়ারম্যান পদে এ উপনির্বাচনে লড়ছেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম৷

একই কেন্দ্রে আরেকটি ভোটকক্ষে সানাউল্লাহ নামে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তির ভোটার স্লিপ নিয়ে আসেন ফাহিম নামে এক যুবক৷ একই কক্ষে আরও এক ব্যক্তির হাতে থাকা ভোটার স্লিপের তথ্যের সাথে অমিল পাওয়া যায়৷

 

 

পরে কেন্দ্রে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে ওই তিন ব্যক্তিকে কেন্দ্র থেকে বের করে করে দিতে দেখা যায়৷
কেন্দ্রটিতে অটোরিকশা প্রতীকের প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য তিন প্রার্থীর এজেন্টকে পাওয়া যায়নি৷

 

 

এদিকে, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকরা এ প্রতিবেদককে ঘিরে ধরেন৷ তারা এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ না করার জন্য হুমকী হুমকি স্বরূপ কথা বলেন। পরে ফাইজুল ইসলামের কর্মী পরিচয়ে নাহিদ নামে এক যুবক বলেন, ‘ভাই, নির্বাচনে এমন কিছু ঘটনা ঘটে৷ আপনারা এইসব নিয়ে রিপোর্ট কইরেন না৷’

 

 

জানতে চাইলে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আরিফ বিল্লাহ এ প্রতিবেদককে বলেন, ‘সকাল থেকে কোন বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ চলছে৷ দুপুরে খাবারের সময় এখন৷ এই সুযোগে দুই-একজন ভুয়া ভোটার কেন্দ্রে ঢুকতে পারেন কিন্তু এ ব্যাপারে সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা আমাকে কিছু জানাননি৷’

 

 

 

দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রটিতে ৩১৫২ ভোটারের মধ্যে ১০০০ ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা৷
চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পরশ চন্দ্র দাস ঐ সাংবাদমাধ্যমকে বলেন, ‘বেশ কয়কটি কেন্দ্রে আমার এজেন্টকে ঢুকতে দেয়নি, যারা ঢুকতে পেরেছিলেন তাদেরও বের করে দিয়েছে অটোরিকশা প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকরা৷ আমি নিজে ইসদাইর রাবেয়া স্কুল কেন্দ্রটিতে পরিদর্শনে গিয়েছিলাম৷ সেখানে আমাকে হুমকি-ধমকি দিয়ে বের করে দিয়েছে৷’

 

 

‘৪৫টি কেন্দ্রের সবগুলোই সারাদিন দখলে ছিল৷ আমার টাকা-পয়সা নাই, ক্ষমতা কম, আমি চাইছি মানুষের সেবা করতে৷ এ কারণে নির্বাচনে দাঁড়াইছি৷ কিন্তু এরকম নির্বাচন হবে জানলে তো দাঁড়াতাম না৷’

 

জানতে চাইলে ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন বলেন, ‘দুপুর বারোটা পর্যন্ত আমি নিজে কেন্দ্রগুলো ভিজিট করেছি অনিয়ম পাইনি৷ যেখানে কোন ধরনের অভিযোগ পেয়েছি সাথে সাথে লোক পাঠিয়েছি৷ প্রিজাইডিং কর্মকর্তারা কোন ঘটনা ঘটলে আমাকে জানানোর কথা৷ তারা কিংবা আইনশৃঙ্খলা বাহিনী না জানালে তো আমি জানতে পারছি না৷’

 

 

এ উপনির্বাচনে অপর দুই প্রার্থী হলেন- আনারস প্রতীকে সাইফুল ইসলাম ও চশমা প্রতীকে আমজাদ হোসেন৷
গত বছরের ২৩ সেপ্টেম্বর ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL