মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মোউৎসর্গকারি সকল শহীদের প্রতি কমর আলী হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৬মার্চ) সকালে নারায়ণগঞ্জ ফতুল্লায় কমর আলী স্কুল ও কমর আলী কলেজ প্রঙ্গনে এ আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমর আলী কলেজ এর সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম ।
অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ছিলেন, কমর আলী হাই স্কুল’র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম।
আলোচনা সভায় কমর আলী হাই স্কুল অভিভাবক সদস্য হাজী মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোঃ মাহতাব উদ্দিন অধ্যক্ষ কমর আলী কলেজ।
স্বাধীনতা দিবসে সকালে বিজয়স্তম্ভে পুষ্পঅর্পন করে
দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে এ দিবসটি পালন করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর ড.শিরিন বেগম।
প্রধান অতিথির বক্তব্যে শিরিন বেগম বলেন, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান এর জন্য আমরা আজ স্বাধীন। না হলে আজ আমরা হতাম পাকিস্তানি দেশ। তাই মহান নেতা ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের সকলের একটা স্বপ্ন হলো আমরা সকলে স্বাধীন। ২৫মার্চ কালো রাতি আমি কলেজ এর পড়ি তখন আমাদের কলেজ ছুটি দিয়ে দিয়েছে। সেদিন বঙ্গবন্ধু ও শামসুজ্জামান এর যাওয়ার কথা ছিলো একটি মিটিংয়ে। হঠাৎ দেখি কালো ধোয়াতে সব অন্ধকার হয়ে আসছে তাই আমরা বাড়ি ছেড়ে চলে আসলাম। ২৫ মার্চ রাতে যখন দেশ স্বাধীন হয় সেটার ঘোষনার জন্য একজন আর্মি লাগবে কারন দেশ স্বাধীন ঘোষনা করতে হবে তাই জিয়াউর রহমানকে দেওয়া হলো তার পরেই জিয়া সেটাকে বললো আমিই স্বাধীনতার ঘোষনা করেছি। কিন্তু যেদিন বঙ্গবন্ধু পুরো পরিবারকে হত্যা করা হয়েছে সেদিন শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাহিরে ছিলো বলে তারা প্রানে বেচে গেছে এবং তাদের হাত ধরেই আজকে দেশ এগিয়ে যাচ্ছে। যারা আজকে উপস্থিত হয়েছে সকলের সু-স্বাস্থ কামনা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, কমর আলী হাই স্কুল ও কমরআলী কলেজ এর প্রভাতী শাখার সহকারী শিক্ষক পাভীন আক্তার ও দিবা শাখার নাজমুন নাহার, মো. জামাল উদ্দিন, মো, রাসেদুল ইসলাম, কমর আলী স্কুলের দাতা সদস্য ও কুতুবপুর ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মায়া বেগম প্রমুখ।