মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি প্রতি বছরের ন্যায়
নারায়ণগঞ্জ কমার্স কলেজ পক্ষ থেকে প্রফেসর ড. শিরিন বেগম এর বিজয়স্তম্ভে পুষ্পঅর্পন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ ) সকাল বেলায় নারায়ণগঞ্জ চাষাড়াস্থ জেলা প্রশাসকের আয়োজনে বিজয়স্তম্ভে এ পুষ্পঅর্পন করা হয়।
এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ কমার্স কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর ড. শিরিন বেগম। পুষ্পঅর্পন করেন জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলা শাখা, জেলা মহিলা আওয়ামীলীগ, নারায়ণগঞ্জ কমার্স কলেজ, কমর আলী স্কুল ও কলেজ ও নারায়ণগঞ্জ মহিলা ক্লাব সহ দিনব্যাপী বিভিন্ন সংগঠনের ব্যানারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কমার্স কলেজ এর উপাধ্যক্ষ সালমা বেগম,প্রভাষক, হিসাববিজ্ঞান এবং প্রশাসনিক কর্মকর্তা মো: সোহাগ মিয়া, প্রভাষক নিউলি আক্তার,প্রভাষক রুমানা শারমিন পলিন প্রভাষক,প্রভাষক রেবেকা সুলতানা, প্রভাষক হোসনে আরা পান্না,প্রভাষক মৌসুমী সরকার,প্রভাষক মিজানুর রহমান মিজান,প্রভাষক তাহসিন জাহান লিজা, প্রভাষক ফাতেমা আক্তার সাথী, ,প্রভাষক তৃষ্ণা খন্দকার, প্রভাষক হামিদা ইসলাম বর্ষা, প্রভাষক আফরিন সুলতানা, প্রভাষক মো: রায়হান ইসলাম প্রমুখ।