জুম্মন সোহেল: নারায়ণগঞ্জ ফতুল্লা চরকাশিপুরে মিসবাহুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানার বাৎরিক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৯ মার্চ ) ফতুল্লা চরকাশিপুর দিঘলীপট্রি মাদ্রাসা রোডে মিসবাহুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানায় প্রতি বছরের ন্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাজী মো. সোলাইমান সাহেবে’র অত্র মাদ্রাসার পক্ষ থেকে প্রতিবছর এতিমদ ও অসহায়দের নিয়ে পরিবার- পরিজনদের সাথে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে মাদ্রাসা নিয়ে আলোচনা ও ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মরহুম হাজী মো. সোলাইমান সাহেবের বড় জামাতা ও মিসবাহুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মো.আবুল কালাম আজাদ। সঞ্চলনায় করেন মিসবাহুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মুফতি ইমরান সাজিদ।
এসময় বক্তারা বলেন, মিসবাহুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠার পর থেকে এ মাদ্রাসা সুনামের সাথে পরিচালনা করে আসছে। যারা অভিভাবক আছেন আপনারা আপনার সন্তানদেরকে দ্বীনে এলেমদার বানাতে এখানে ভর্তী করে কোর-আন সুন্নাহের আলোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাই। এখানে কমলমতি এতিম শিশুবাচ্চাদেরকে থাকা খাওয়া সহ বাবা – মায়ের স্নেহেরমত যত্ন সহকারে দ্বীনের শিক্ষাদেওয়া হয়। একটি শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানা চালাকে অনেক হিমশিম পোহাতে হয়। তাই যারা যারা বিত্তবান আছেন তারা সাহায্য সহযোগীতা করে এতিম শিশুদেরকে আলেম বানাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিপুর দারুসুন্নাহ কামেল মাদ্রাসার সাবেক সহকারী অক্ষাপক শাহজাহান , মরহুম হাজী মো. সোলাইমান সাহেবের ছেলে ও সাবেক পরিচালক মো.শামীম, মরহুম হাজী মো. সোলাইমান সাহেবের ছোট জামাতা ও কাশিপুর ইউনিয়ন যুবলীগ নেতা চুন্নু মোল্লা, জামিয়া ককারিমিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মো. আলী, মো.রাসোল হোসাইন, মো. আলী বাবু, মো. অনিক, মিসবাহুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মুসা, সহ অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দরা।
ইফতারের পূর্বে দেশ ও যারা সাহায্য সহযোগীতা করেছেন এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মো. সোলাইমান সহ সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কাশিপুর দারুসুন্নাহ কামেল মাদ্রাসার সাবেক সহকারী অক্ষাপক শাহজাহান।