পাপন সরকার: সাভারে ঈদ বোনাসের মিছিলে হামলার প্রতিবাদে এবং ঈদ বোনাস দাবি দেশব্যাপী গার্মেন্টস শ্রমিক প্রতিবাদে ও বিক্ষোভ করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
সারা দেশের মতো গতকাল ৩১ মার্চ নারায়ণগঞ্জ ফতুল্লা রেল ষ্টেশনে এই সমাবেশ আয়োজিত হয়।
উক্ত সমাবেশে শতাধিক গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে এবং তাদের দাবি গুলো তুলে ধরেন এই সময় সমাবেশের নেতৃবৃন্দ বলেন ঈদের আগে শ্রমিকদের সকল প্রকার বেতন, বকেয়া বেতন ও ঈদ বোনাস ২০ রোজার মধ্যেই পরিশোধ করতে হবে। শ্রম মন্ত্রী ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিষদ করার কথা বললেও ঈদের চাঁদ ওঠা পর্যন্ত ঠেকিয়ে রেখেছে। তিনি শ্রমিকদের বেতন বোনাস বিলম্ব দেওয়ার জন্য কারখানার মালিকদের সুযোগ করে দিয়েছেন ।শ্রম প্রতিমন্ত্রীর এই ধরনের দায়িত্বহীন বক্তব্যের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। নেতৃবৃন্দরা আরো বলেন বেতন বোনাস নিয়ে কোন ধরনের গড়ি-মসি বা অজুহাত মেনে নেওয়া হবে না। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস থেকে বঞ্চিত করা এবং কোন অজুহাতে শ্রমিক ছাটাই করা বরদাস্ত করা হবে না। বেতন বোনাস থেকে কোন শ্রমিক থেকে বঞ্চিত করা হলে সেই মালিক পক্ষের বাড়িঘর ঘেরাওকরা হবে। সকল প্রকার পাওনা আদায় করা হবে। শিল্পের সুন্দর পরিবেশ বজায় রাখতে হলে শ্রমিকদের সকল প্রকার পাওনা নিশ্চিত করতে সরকার ও গার্মেন্টস মালিকদের প্রতি আমি বিজিএমইদেরকে আগে ভাগে থেকে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দরা বলেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বেড়ে যাওয়ার কারণে শ্রমিকরা চরম সংকটে সময় পার করছেন। দ্রব্যমূল্যের দাম কমে শ্রমজীবী ও সাধারণ মানুষের নাগালে আনতে হবে। শ্রমিকদের দুঃখ কষ্ট লাঘবের জন্য আগামী জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য আলাদা রেশনের ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি মো: হুমায়ুন কবির, সভাপতিত্ব পরিচালনা করেন এইচ রবিউল চৌধুরীর নারায়ণগঞ্জ জেলা বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন নারায়নগঞ্জ জেলা। সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ফতুল্লা থানা কমিটি। সংগতি বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান হাওলাদার বাংলাদেশ গার্মেন্টস ও ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন,নারায়ণগঞ্জ জেলা ও সভাপতি মোঃ ইব্রাহিম খলিল। বাংলাদেশ গার্মেন্টস ও ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাগর মোহাম্মদ আনোয়ার প্রমুখ।