প্রতি বছরের ন্যায় এবারও ফেসবুক ভিত্তিক বাগান গ্রুপ ট্রি লাভার্স কমিউনিটি (টিএলসি) বিডি গ্রুপের আয়োজনে নারায়ণগঞ্জের বৃক্ষপ্রেমী ও বাগানিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২রা এপ্রিল ) নারায়ণগঞ্জ চাষাড়াস্থ চাঁদের পাহাড় রেস্টুরেন্টে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিততে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
টিএলসি বিডি গ্রুপের বাগানীদের নিয়ে চমৎকার এক ইফতার মাহফিলের আয়োজনে বিভিন্ন জাতের গাছের চারা, উন্নত মানের কলম সহ আরোও সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার মাহফিলি উপস্থিত ছিলেন( টিএলসি) বিডি গ্রুপের এডমিন প্যানেলের জি .এম হৃদয়, আরিফুজ্জামান শান্ত, আতিক, মৃদুল, সাকিব,নিলয় ও শিমুল নারায়ণগঞ্জের বাগানীদের মাঝে উপস্থিত ছিলেন রাকিবুল হাসান, মামুন, রাহী, মশীউর, জুয়েল, হাসান, দিনা, ইথা, রুবিনা আক্তার, নাছিম,রাব্বি,পারভিন, খুশবু, ফারহান, রনক, রুবেল সহ অনেক ছাদ বাগানী, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসো গড়ি সবুজ শ্যামল জনপদ স্লোগানে বাগানীদের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরো গতিশীল হবে।