জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর প্রধান উপদেষ্টা মরহুম আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালবেলায় নারায়ণগঞ্জ ৫ নং ঘাট পোর্ট এলাকায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর আয়োজনে এ স্মরণ সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সেক্রেটারী এড. আবু হাসনাত মোঃ শহিদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি এমএ রশিদ ভাই নির্বাচন করবে বলে কাজিম ভাই তার সম্মানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তিনি কত বড় মহান ব্যক্তি ছিলেন। কাজিম ভাইকে বলেছে তিনি সমাবেশ করতে দিবেনা। আমি নিখিল ভাইয়ের কাছে গেলাম নিখিল ভাই বললো তোমরা কাজিমকে দেখে রাখবা। সেই থেকে কাজিম ভাই’য়ের কিছুই হয়নি। সেই থেকে বাড়ি ও ফ্যাক্টরির গ্যাস’র কোন সমস্যা হয়েছে আমি কাজিম ভাইকে ফোন দিয়েছি। সাথে সাথে তার জিএম কে বলে আমার সমস্যা সমাধান করে দিয়েছে। আমাদের শ্রমিক যারা রয়েছেন তাদের প্রত্যাকের উপকারের জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছেন সেই ছিল আমাদের কাজিমউদ্দিন ভাই। তাইতার জন্য সকলে দোয়া করবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বন্দর উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার মাষ্টার এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহাব উদ্দিন মিয়া, জেলা শ্রমিকলীগ সদস্য সচিব মোঃ কামাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন (কেন্দ্রীয় কমিটি) সভাপতি মোঃ শাহ্ আলম, জেলা মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সাভাপতি মোঃ জুয়েল প্রধান, সামাজিক সংগঠন ক্যান্টিন এর সাধারণ সম্পাদক মো.শরিফ, প্রয়াত শুক্কুর মাহমুদ এর ছেলে ও কাজিমউদ্দিন এর ছেলে সহ শ্রমিকলীগ -জাহাজী শ্রমিক ফেডারেশন এর নেতৃবৃন্দরা।