নারায়ণগঞ্জ-৫ আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জের রাজনীতির শিক্ষাগুরু, গণ মানুষের নেতা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মরহুম নাসিম ওসমানের একমাত্র সন্তান সেখানে উপস্থিত থেকে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন এবং তার মরহুম পিতার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এর পূর্বে সকালে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হোসেন রাজা, কার্যকরী সভাপতি আলমগীর হোসেন আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ সভাপতি ফিরোজ আলম বকুল, যুগ্ম সম্পাদক মোঃ খাইরুদ্দিন, সহ সম্পাদক মোশারফ হোসেন, মোঃ শাকিল, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক শাহজাহান, সদস্য মোক্তার হেসেন, আওলাদ হোসেন, জুয়েল মিয়া, ফারুক প্রমুখ।