নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াদ সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নাসিম ওসমানের কবরে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) নাসিম ওসমানের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসদাইর সিটি কবরস্থানে পরিবহন শ্রমিক নেতা রিপন সরদারের নেতৃত্বে পূষ্পস্তবক অর্পন করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়াও করা হয়। পরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।