নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক চার বারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম নাসিম ওসমান এর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রয়াত সাংসদ পুত্র নারায়ণগঞ্জের যুব সমাজের অহংকার আলহাজ্ব আজমেরী ওসমান বাবার কবর জিয়ারতের মাধ্যমে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার ৩০ এপ্রিল সকাল থেকে কোরআন খানির মাধ্যমে দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত নেতার কবরে নারায়ণগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আলহাজ্ব আজমেরী ওসমান ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত নেতার দৌহিত্র আলিফ ওসমান।
এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কাজি আমির, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান, যুব নেতা আকতার নুর, শ্রমিকনেতা মোহাম্মদ হোসেন রেজা, মোঃ আলমঙ্গীর হোসেন আলম, মোঃ নাসির হোসেন, মোঃ মনির হোসেন ও মোঃ সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জের রাজনীতির শিক্ষাগুরু ও গণমানুষের নেতা চার বারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব একেএম নাসিম ওসমানের রূহের মাগফিরাত কামনা করে নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া করা হয় এবং নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন স্থানে গরীব ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
প্রয়াত নেতার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া সহ ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সকালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।